লিংকন সুড়ঙ্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিংকন সুড়ঙ্গ
Inside Lincoln Tunnel NY NJ.jpg
সুড়ঙ্গের অভ্যন্তরীণ অংশ
সংক্ষিপ্ত বিবরণ
স্থানওয়েহহোকেন, নিউ জার্সি থেকে মিডটাউন ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
স্থানাঙ্ক৪০°৪৫′৪৫″ উত্তর ৭৪°০০′৪০″ পশ্চিম / ৪০.৭৬২৫° উত্তর ৭৪.০১১১° পশ্চিম / 40.7625; -74.0111
অবস্থাসক্রিয়
পথ Route ৪৯৫ (এনজে অংশ)
NY ৪৯৫ (এনওয়াই অংশ; স্বাক্ষরবিহীন ও বিতর্কিত)
শুরুওয়েহহোকেন, নিউ জার্সি
শেষম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক
ক্রিয়াকলাপ
উন্মুক্তের কাল২২ ডিসেম্বর ১৯৩৭; ৮৫ বছর আগে (1937-12-22) (মধ্য/কেন্দ্রীয় টিউব)
১ ফেব্রুয়ারি ১৯৪৫; ৭৮ বছর আগে (1945-02-01) (উত্তর টিউব)
২৫ মে ১৯৫৭; ৬৫ বছর আগে (1957-05-25) (দক্ষিণ টিউব)
স্বত্বাধিকারীনিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ
পরিচালকনিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ
যানবাহনমোটরগাড়ি
ধরনসীমিত-প্রবেশযোগ্যতা
উপশুল্ক(পূর্বদিকগামী শুধুমাত্র) ২০২০ সালের ৫ জানুয়ারির হিসাবে:
  • গাড়ি $১৬.০০ (নগদ)
  • $ ১৩.৭৫ পিকের জন্য (ই-জেডপাস)
  • $১১.৭৫ অফ-পিকের জন্য (ই-জেডপাস)
  • (পিক বা ব্যস্ত ঘন্টা: কর্মদিবসে: সকাল ৬-১০ টা, বিকাল-রাত ৪-৮ টা; শনি ও রবি: সকাল ১১ টা - রাত ৯ টা)
প্রতিদিন যানবাহনের সংখ্যা১,১২,৯৯৫ (২০১৬)[১]
কারিগরী
নির্মাণমার্চ ১৯৩৪  – ডিসেম্বর ১৯৩৭ (মধ্য/কেন্দ্রীয় টিউব)
১৯৩৭–১৯৩৮, ১৯৪১–১৯৪৫ (উত্তর টিউব)
১৯৫৪–১৯৫৭ (দক্ষিণ টিউব)
দৈর্ঘ্য৭,৪৮২ ফু (২,২৮১ মি) (উত্তর)
৮,২১৬ ফু (২,৫০৪ মি) (মধ্য/কেন্দ্রীয়)
৮,০০৬ ফু (২,৪৪০ মি) (দক্ষিণ)[২]
লেন সংখ্যা
কার্যকর গতি৩৫ মাইল প্রতি ঘণ্টা (৫৬ কিমি/ঘ)[৩]
সর্বনিম্ন উচ্চতা−৯৭ ফুট (−৩০ মি)[২]
অনুমোদিত উচ্চতা১৩ ফুট (৪.০ মি)[২]
প্রস্থ২১.৫ ফুট (৬.৬ মি)[২]

হাডসন নদীর নীচে অবস্থিত প্রায় ১.৫ মাইল দীর্ঘ (২.৪ কিমি) লিংকন টানেল বা লিংকন সুড়ঙ্গটি পশ্চিম তীরের নিউ জার্সির ওয়েহাহকেনকে পূর্ব তীরের নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের সাথে সংযুক্ত করে। ওলে সিঙ্গস্টাড সুড়ঙ্গটির নকশা করেন এবং আব্রাহাম লিঙ্কনের নামে নামকরণ করা হয়। প্রতিটি টিউব যানচলাচলের জন্য দুটি লেন সহ সুড়ঙ্গে বিভিন্ন দৈর্ঘ্যের তিনটি যানবাহন চলাচলের টিউব রয়েছে। কেন্দ্রের টিউবটিতে বিপরীতমুখী লেন রয়েছে, তবে উত্তর ও দক্ষিণ পাশের টিউবে যথাক্রমে পশ্চিমদিকগামী ও পূর্বদিকগামী যানবাহ বহন করে।

লিংকন সুড়ঙ্গটি মূলত ১৯২০-এর দশকের শেষদিকে ও ১৯৩০-এর দশকের গোড়ার দিকে মিডটাউন হাডসন টানেল হিসাবে প্রস্তাব করা হয়। লিংকন সুড়ঙ্গের টিউবসমূহ ১৯৩৪ সাল থেকে ১৯৫৭ সালের মধ্যে পর্যায়ক্রমে নির্মিত হয়। মূলত মহামন্দার কারণে যার পর্যাপ্ত অর্থের অভাব সহ কেন্দ্রীয় টিউবটির নির্মাণকাজ ১৯৩৪ সালে শুরু হয় এবং এটি ১৯৩৭ সালে চালু হয়। উত্তর টিউবের নির্মাণ ১৯৩৬ সালে শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত উপাদানসমূহের ঘাটতির কারণে নির্মাণ কাজে হয় এবং এটি ১৯৪৫ সালে চালু হয়। যদিও লিংকন সুড়ঙ্গের জন্য দুটি টিউব নির্মাণের জন্য মূল পরিকল্পনা করা হয়, উক্ত দুটি টিউবে অধিকমাত্রায় যানবাহনের চাপ থাকায় বিদ্যমান সুড়ঙ্গের দক্ষিণে তৃতীয় টিউবের পরিকল্পনা ১৯৫০ সালে করা হয়। তৃতীয় টিউবের দুইপ্রান্তের সংযোগ পথের নির্মাণ পদ্ধতির বিরোধের কারণ বিলম্ব সহ ১৯৫৪ সালে নির্মাণ শুরু হয় এবং এটি ১৯৫৭ সালে চালু হয়। সেই থেকে, লিংকন সুড়ঙ্গটি সুরক্ষা ও টোলিং পদ্ধতিতে পরিবর্তন সহ ধীরে ধীরে উন্নতি করেছে।

লিংকন সুড়ঙ্গ হডসন নদীর তলে নির্মিত মোটরগাড়ি চলাচলে উপযুক্ত দুটি সুড়ঙ্গের মধ্যে একটি, অন্যটি নিউ জার্সির জার্সি সিটিলোয়ার ম্যানহাটনের মধ্যবর্তী হল্যান্ড সুড়ঙ্গ। লিংকন সুড়ঙ্গটি নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন ছয়টি টোলড ক্রসিংসমূহের মধ্যে একটি। প্রতিটি ক্রসিংয়ের টোল শুধুমাত্র নিউইয়র্কগামী দিক থেকে সংগ্রহ করা হয়। সুড়ঙ্গটি ২০১৬ সালের হিসাবে উভয় দিকে প্রতিদিন গড়ে ১১২,৯৯৫ টি যানবাহন বহন করে। সুড়ঙ্গের অন্তর্গত নদীর পশ্চিম অর্ধেকে নিউ জার্সি রুট ৪৯৫ এবং নদীর পূর্ব অর্ধেক নিউ ইয়র্ক স্টেট রুট ৪৯৫ এর অংশ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New York City Bridge Traffic Volumes" (পিডিএফ)। New York City Department of Transportation। ২০১৬। পৃষ্ঠা 11। সংগ্রহের তারিখ মার্চ ১৬, ২০১৮ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :20 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; traffic-restrictions নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ[সম্পাদনা]