লাভ স্টোরি (২০০৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাভ স্টোরি
পরিচালকরাজ মুখোপাধ্যায়
প্রযোজকপবন কানোদিয়া
রচয়িতারাজ মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেঅংশুমান পরাশর
বর্ষা প্রিয়দর্শিনী
মুক্তি২৮ নভেম্বর ২০০৮
দেশভারত
ভাষাবাংলা

লাভ স্টোরি ২০০৮ সালের একটি বাংলা চলচ্চিত্র। এটি রাজ মুখোপাধ্যায় পরিচালিত। এতে অংশুমান পরাশর এবং বর্ষা প্রিয়দর্শিনী অভিনয় করেছেন[১]

পটভূমি[সম্পাদনা]

গল্পটি সাহেব এবং নন্দিনীকে নিয়ে। যারা একই দিনে একই নার্সিংহোমে জন্মগ্রহণ করেছিল। তবে পরিস্থিতি সাহেবকে এক অস্পৃশ্য ডোমের বাড়িতে নিয়ে যায় যে শ্মশানে কাজ করে । অন্যদিকে নন্দিনীকে ধনী বাড়িতে বড় করে তোলা হয়। একদিন সাহেব কিছু পেইন্টিংয়ের কাজে নন্দিনীর বাড়িতে আসে। দুজন প্রেমে পড়ে । স্বাভাবিকভাবেই নন্দিনীর বাবা এতে একেবারেই খুশি হন না।

তথ্যসূত্র[সম্পাদনা]

 

  1. "On the floor - Love Story – Raj Mukherjee's New Film"। sify.com। ২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]