লাদাখ পর্বতমালা

স্থানাঙ্ক: ৩৪°৪০′ উত্তর ৭৬°৫৩′ পূর্ব / ৩৪.৬৬° উত্তর ৭৬.৮৮° পূর্ব / 34.66; 76.88
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাদাখ পর্বতমালা
লাদাখ পর্বতমালা
ভূগোল
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India Ladakh" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India Ladakh" দুটির একটিও বিদ্যমান নয়।
দেশভারত
কেন্দ্রশাসিত অঞ্চললাদাখ
জেলালেহ
জনবসতিলেহ
মূল পরিসীমাকারাকোরাম
সীমানাকৈলাস পর্বতমালা

লাদাখ পর্বতমালা দক্ষিণ-মধ্য এশিয়াতে হিমালয় পর্বতমালা অঞ্চলের অন্তর্ভুক্ত কারাকোরাম পর্বতমালার দক্ষিণ-পূর্ব বাহু। পর্বতমালাটি কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত গিলগিত বালতিস্তান অঞ্চলে সিন্ধু নদ ও শ্যোক নদীর সঙ্গমস্থলের কাছ থেকে বের হয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩৭০ কিলোমিটার ধরে[১] উত্তর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্য দিয়ে প্রসারিত হয়ে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত অবধি চলে গিয়েছে।[১][২] প্রায় ৬১০০ মিটার চূড়ারেখা বিশিষ্ট পর্বতমালাটি সিন্ধু নদের উত্তর-পূর্ব তীর ও শ্যোক নদীর দক্ষিণ-পশ্চিম তীরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।[৩]

লাদাখ পর্বতমালা Karakoram-এ অবস্থিত
Ladakh Range
Ladakh Range
Karakoram
Karakoram
Shyok River
Shyok River
Indus River
Indus River
শ্যোক নদী ও সিন্ধু নদের মধ্যবর্তী স্থানে অবস্থিত লাদাখ পর্বতমালা

লাদাখ পর্বতমালাটি লাদাখ ব্যাথোলিথের গ্রানাইট শিলা দিয়ে গঠিত, যেটি উত্তরে শ্যোক সন্ধি অঞ্চল এবং দক্ষিণে সিন্ধু সন্ধি অঞ্চল দ্বারা সীমায়িত। এখানকার জলবায়ু অর্ধ-ঊষর প্রকৃতির। নিচু ঢালগুলিতে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং শীতকালে ৪০০০ মিটার উচ্চতা বা তদুর্ধ্বে অবস্থিত এলাকাগুলির গড় মাসিক তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এখানে উদ্ভিজ্জের পরিমাণ অল্প, মূলত খর্বাকৃতি ঘাস ও ঝোপ বা গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। পাকিস্তান শাসিত কাশ্মীরে সিন্ধু নদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দেওসাই পর্বতমালাটিকে কখনও কখনও লাদাখ পর্বতমালার অংশ হিসেবে গণ্য করা হয়। লাদাখ পর্বতমালার দক্ষিণের বাহুটিকে কখনও কখনও , বিশেষ করে তিব্বত অঞ্চলে, কৈলাস পর্বতমালা নামে ডাকা হয়।[৪]

লাদাখ পর্বতমালার প্রধান গিরিপথগুলি হল চোরবাত (৫০৯০ মিটার), দিগার লা (৫৪০০ মিটার), খারদুং লা (৫৬০২ মিটার), চাং লা (৫৫৯৯ মিটার) এবং তসাকা লা (৪৭২৪ মিটার)।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Negi, Discovering the Himalaya, Volume 1 1998, পৃ. 14।
  2. Ladakh Range, Encyclopedia Britannica, retrieved 22 April 2018.
  3. Mehra, An "agreed" frontier 1992, পৃ. 15।
  4. Mehra, An "agreed" frontier 1992, end papers।

গ্রন্থ ও রচনাপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]