লাজ্জারো স্পাল্লানজানি জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউট

স্থানাঙ্ক: ৪১°৫১′৫৮″ উত্তর ১২°২৭′২৭″ পূর্ব / ৪১.৮৬৬২° উত্তর ১২.৪৫৭৬° পূর্ব / 41.8662; 12.4576
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লাজ্জারো স্পাল্লানজানি জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউট (ইতালীয়: Istituto nazionale per le malattie infettive "L. Spallanzani") হলো ইতালির রোম নগরে স্থাপিত একটি সংক্রামক রোগের হাসপাতাল। ইনস্টিটিউটটিকে অষ্টাদশ শতাব্দীর ইতালীয় জীববিজ্ঞানী লাজ্জারো স্পাল্লানজানি এর নামানুসারে নামকরণ করা হয়েছে।

এটি ইবোলা রোগীদের জন্য ইতালির জাতীয় পরামর্শ কেন্দ্র।[১]

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী চলাকালে স্পাল্লানজানি ইনস্টিটিউট ইউরোপের প্রথম গবেষণাকেন্দ্র হিসেবে সার্স কোভি-২ এর বংশগতিমূলক অনুক্রম আলাদা করেছিল এবং জেনব্যাংকে তা আপলোড করেছিল।[২] তাদের দলটির সদস্য ছিলেন মারিয়া রোজারিয়া কাপোবিয়ানচি, ফ্রাঞ্চেস্কা কোলাভিতা এবং কনচেত্তা কাস্তিল্লেত্তি।[৩]

ইনস্টিটিউটটি রেইথেরা নামের একটি জীবপ্রযুক্তি কোম্পানির সাথে জিআরএডি কোভি-২ নামের একটি কোভিড-১৯ টিকা মর্যাদাপ্রার্থী নিয়ে পরীক্ষা করছে, যা একটি বিশেষায়িত গরিলা আডেনোভাইরাস বাহকের উপর ভিত্তি করে বানানো হয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nurse in Italy tests positive for Ebola; was in Sierra Leone"U-T San Diego। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৫ 
  2. "Una speranza dall'Istituto Spallanzani di Roma: "Abbiamo isolato il coronavirus""La Stampa (italian ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Le tre ricercatrici che hanno isolato il Coronavirus allo Spallanzani di Roma."Sky TG24 (italian ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "New ReiThera vaccine safe, response peak at 4 wks"ANSA। ৫ জানুয়ারি ২০২১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]