লাইফ (২০১৭-এর চলচ্চিত্র)
অবয়ব
লাইফ | |
---|---|
![]() | |
পরিচালক | ড্যানিয়েল ইসপিনোসা |
প্রযোজক | ডেভিড ইলিসন ডানা গোল্ডবার্গ বোনী কার্টিস জুলি লিন |
রচয়িতা | রেট রীসা পাওল উইরনিক |
শ্রেষ্ঠাংশে | জ্যাক জিলেনহল রেবেকা ফার্গুসন রায়ান রেনল্ডস হিরোয়ুকি সানাদা আরিয়ন বাকার ওলগা দিহোভিচনায়া |
সুরকার | জন ইকস্ট্র্যান্ড |
চিত্রগ্রাহক | সীমাস গার্ভি |
সম্পাদক | ফ্রান্সিস পার্কার মেরি জো মারকী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | কলম্বিয়া পিকচারস |
মুক্তি | মার্চ ১৮, ২০১৭ (দক্ষিণাঞ্চল) মার্চ ২৪, ২০১৭ (যুক্তরাষ্ট্র) |
স্থিতিকাল | ১০৪ মিনিট[২] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৫৮ মিলিয়ন |
লাইফ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন ভৌতিক কল্পবিজ্ঞান চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল ইসপিনোসা। ২০১৭ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি গড়ে উঠেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ছয় সদস্যের একটি গবেষক দলকে কেন্দ্র করে। মুক্তি পরে এটি সমালোচকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। চলচ্চিত্রটি নির্মাণ করতে ব্যয় হয় ৫৮ মিলিয়ন ডলার এবং মুক্তির পরে চলচ্চিত্রটি থেকে আয় ১০০ মিলিয়ন ডলারেও বেশি।
মুক্তি
[সম্পাদনা]লাইফ চলচ্চিত্রটি যে তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল দুটি অন্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা এড়াতে সেই তারিখের আগেই মুক্তি পায়।[৩] চলচ্চিত্রটি বৈশ্বিকভাবে মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট-এ ১৮ মার্চ ২০১৭তে।[৪]
অভিনেতাবৃন্দ
[সম্পাদনা]- জ্যাক জিলেনহল
- রায়ান রেনল্ডস
- রেবেকা ফার্গুসন
- হিরোয়ুকি সানাদা
- আরিয়োন বাকার
- ওলগা দিহোভিচনায়া
তথ্যসূত্র
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১৭-এর চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন মহাকাশ রোমাঞ্চকর চলচ্চিত্র
- নভোচারী সম্পর্কে চলচ্চিত্র
- ২০১৭-এর লোমহর্ষক চলচ্চিত্র
- ২০১০-এর দশকের রোমাঞ্চকর চলচ্চিত্র
- মার্কিন লোমহর্ষক থ্রিলার চলচ্চিত্র
- ২০১০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- স্কাইড্যান্স মিডিয়ার চলচ্চিত্র
- কলাম্বিয়া পিকচার্সের চলচ্চিত্র
- ২০১০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার রোমাঞ্চকর চলচ্চিত্র