লাইফ (২০১৭-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাইফ
লাইফ (২০১৭-এর চলচ্চিত্র) পোস্টার.png
পরিচালকড্যানিয়েল ইসপিনোসা
প্রযোজকডেভিড ইলিসন
ডানা গোল্ডবার্গ
বোনী কার্টিস
জুলি লিন
রচয়িতারেট রীসা
পাওল উইরনিক
শ্রেষ্ঠাংশেজ্যাক জিলেনহল
রেবেকা ফার্গুসন
রায়ান রেনল্ডস
হিরোয়ুকি সানাদা
আরিয়ন বাকার
ওলগা দিহোভিচনায়া
সুরকারজন ইকস্ট্র্যান্ড
চিত্রগ্রাহকসীমাস গার্ভি
সম্পাদকফ্রান্সিস পার্কার
মেরি জো মারকী
প্রযোজনা
কোম্পানি
কলোম্বিয়া পিকচারস[১]
স্কাইডান্স মিডিয়া[১]
পরিবেশককলম্বিয়া পিকচারস
মুক্তিমার্চ ১৮, ২০১৭ (দক্ষিণাঞ্চল)
মার্চ ২৪, ২০১৭ (যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১০৪ মিনিট [২]
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫৮ মিলিয়ন

লাইফ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন ভৌতিক কল্পবিজ্ঞান চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল ইসপিনোসা। ২০১৭ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি গড়ে উঠেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ছয় সদস্যের একটি গবেষক দলকে কেন্দ্র করে। মুক্তি পরে এটি সমালোচকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। চলচ্চিত্রটি নির্মাণ করতে ব্যয় হয় ৫৮ মিলিয়ন ডলার এবং মুক্তির পরে চলচ্চিত্রটি থেকে আয় ১০০ মিলিয়ন ডলারেও বেশি।

মুক্তি[সম্পাদনা]

লাইফ চলচ্চিত্রটি যে তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল দুটি অন্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা এড়াতে সেই তারিখের আগেই মুক্তি পায়।[৩] চলচ্চিত্রটি বৈশ্বিকভাবে মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট-এ ১৮ মার্চ ২০১৭তে।[৪]

অভিনেতাবৃন্দ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]