লাইকা (সিগারেট)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাইকা
লাইকা সিগারেটের একটি সোভিয়েত আমলের মোড়ক
পণ্যের ধরনসিগারেট
উৎপাদনকারীতাবাখনিয়া ফাব্রিকা ডুকাত মস্কোতাবাখনিয়া ফাব্রিকা নং ১ লেলিনগ্রাদ
দেশসোভিয়েত ইউনিয়ন
প্রবর্তন১৯৫৭; ৬৭ বছর আগে (1957)
বাতিল১৯৯০ দশক
বাজারদেখুন বাজার

লাইকা (রুশ: Лайка) সোভিয়েত ইউনিয়নে উৎপাদিত সিগারেটের লুপ্ত ব্র্যান্ড। সোভিয়েত ইউনিয়নের কয়েকটি তামাক প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান সিগারেটটি উৎপাদন করতো, এদের মধ্যে তাবাখনিয়া ফাব্রিকা ডুকাত মস্কোতাবাখনিয়া ফাব্রিকা নং ১ লেলিনগ্রাদ উল্লেখযোগ্য।[১][২] সিগারেট ব্র্যান্ডের নাম প্রথম জীব হিসেবে ১৯৫৭ সালের ৩ নভেম্বর পৃথিবীর কক্ষপথ পরিক্রমণকারী কুকুর লাইকা'র নামানুসারে রাখা হয়েছিল।[৩]

ইতিহাস[সম্পাদনা]

১৯৫৭ সালে লাইকার মহাকাশ ভ্রমণের বছর প্রাণীটির সম্মানে সিগারেটের এই ব্র্যান্ডটি তৈরী ও বাজারজাত শুরু হয়েছিল[৪][৫] সোভিয়েত ইউনিয়নের খাদ্য শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে সিগারেটটির উৎপাদন হতো। ১৯৬০ সালের ১ মে, স্নায়ুযুদ্ধ চলাকালীন ১৯৬০-এর ইউ-২ ঘটনায় আমেরিকান লকহিড ইউ-২ বৈমানিক ফ্রান্সিস গ্যারি পাওয়ারসকে স্‌ভের্দ্‌লভ্‌স্কে ভূপাতিত করা হয়েছিল। তখন পাওয়ারসকে উদ্ধারকারি গ্রামবাসীরা তাকে ধুমপানের জন্য লাইকা সিগারেট দিয়েছিল। পাওয়ারস তার ১৯৭০ সালের স্মৃতিচারণ গ্রন্থে ধুমপানের ঘটনা সম্পর্কে লিখেন, ""আমার ফ্লাইট-স্যুটের পকেটে কেন্ট ব্র্যান্ডের এক মোড়ক সিগারেট ছিল, আমি সেগুলি সেখানে রেখে এসেছি।","(লাইকা) একটি ছাকুনি বা ফিল্টারযুক্ত সিগারেট, এটি এমেরিকান (কেন্ট) সিগারেটের মতই খুব স্বাদের ছিল।"[৩] বিপণনের উদ্দেশ্যে লাইকা সিগারেটের বেশ কয়েকটি বিজ্ঞাপন বানানো হয়েছিল।[৬][৭] সোভিয়েত ইউনিয়নে ১৯৮০-এর দশকের শেষ পর্যন্ত লাইকা সিগারেট উৎপাদন ও বিক্রি হয়েছে। ব্র্যান্ডটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণ অজানা থেকে যায়। ধারণা করা হয়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটির উৎপাদন বন্ধ হয়ে যায়।[২]

মোড়কীকরণ[সম্পাদনা]

লাইকা সিগারেটের মোড়কটি উপরে নীল ও নীচের অংশ সাদা রঙের পটভূমি ছিল। সম্মুখভাগে নীল ও সাদা পটভূমির মাঝে লাইকা' গলা পর্যন্ত প্রতিকৃতি এবং নীচে স্বর্নালী অক্ষরে রুশ ভাষায় রচিত "Лайка" ("লাইকা") শব্দটি লেখা থাকতো। উপরের নীল অংশে লাইকাকে বহনকারী স্পুটনিক-২ রকেট ও রকেটের উপরিভাগে রাশিয়ান প্রলেতারিয়েত প্রতীক 'হাতুড়ি ও কাস্তে' অঙ্কিত ছিল। এছাড়াও নীল পটভূমিতে মহাকাশের প্রতিনিধি হিসেবে চাঁদ ও বেশকয়েকটি তারা থাকতো। মোড়কের পিছনে রুশ ভাষায় একটি বার্তার পাশাপাশি অনুমোদনের মোহর, মোড়ক তৈরির তারিখ, সিগারেটের পরিমাণ(২০) এবং ইংরেজিতে "মেড ইন ইউএসএসআর" কথাটি লেখা থাকতো।[৩]

বাজার[সম্পাদনা]

লাইকা ব্র্যান্ডের সিগারেট মূলত সোভিয়েত ইউনিয়নের বিক্রি হতো, এছাড়াও ব্র্যান্ডটি যুক্তরাজ্য, বুলগেরিয়াফিনল্যান্ডে শুল্কমুক্ত পণ্য হিসেবে বাজারজাত ও বিক্রি হতো।[১][২][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BrandLajka - Cigarettes Pedia"www.cigarettespedia.com 
  2. "Laika"www.zigsam.at 
  3. "Papers, Please: Stalin-Brand Cigarettes and Other Police State Smokes"justinrohrlich.net। ১৭ আগস্ট ২০১৪। 
  4. "Stubbed out: the 21 most iconic cigarette packets of all time"telegraph.co.uk 
  5. Wild, Chris। "How the Soviet Union Honored the Dogs That Conquered Space"mashable.com 
  6. Classic Airliners & Vintage Pop Culture (২ ডিসেম্বর ২০০৯)। "Classic Commercial - "Laika Cigarettes" - 1957" – YouTube-এর মাধ্যমে। 
  7. MrPazarium (৭ অক্টোবর ২০১০)। "LAIKA" – YouTube-এর মাধ্যমে। 
  8. "Brands"www.cigarety.by। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২০