বিষয়বস্তুতে চলুন

লরি কিভিনেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৭ সালে কিভিনেন

লরি সিমো কিভিনেন (জন্ম ২ এপ্রিল ১৯৬১) [১] [২] ফিনিশ ব্রডকাস্টিং কোম্পানির প্রাক্তন সিইও। তিনি এর আগে নোকিয়া এবং নোকিয়া সিমেন্স নেটওয়ার্কে বহু ম্যানেজমেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। সামগ্রিকভাবে, কিভিনেন টেলিযোগাযোগ শিল্পে বিশ বছরেরও বেশি সময় কাটিয়েছেন। [২]

জীবনী[সম্পাদনা]

লরি সিমো কিভিনেন ২ এপ্রিল ১৯৬১ সালে ফিনল্যান্ডের অস্ট্রোবোথনিয়ার ভাসাতে জন্মগ্রহণ করেন। [১] [২] কিভিনেনের প্রাথমিক জীবন সম্পর্কে আর কিছু জানা যায় না।

কিভিনেন ফিনল্যান্ডের তুর্কু স্কুল অফ ইকোনমিক্স এবং সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। [২] [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ollikainen, Hannu (১৯৮০)। Turun KY 30 vuotta 1950–1980। Turun kauppakorkeakoulun ylioppilaskunta। আইএসবিএন 9519927840 
  2. "Lauri Kivinen | Nokia"Nokia Solutions and Networks। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৩ 
  3. "Lauri Kivinen: Executive Profile & Biography - Businessweek"www.bloomberg.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৩