লক্ষণ মাধব কাট্রে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লক্ষণ মাধব কাট্রে

পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং বার
জন্ম১০ মার্চ ১৯২৬
গুরুদাসপুর, পাঞ্জাব
মৃত্যু৩০ জুন ১৯৮৫(1985-06-30) (বয়স ৫৯)
দেহরাদুন, উত্তরখণ্ড
আনুগত্যভারত ভারত
সেবা/শাখা ভারতীয় বিমানবাহিনী
পদমর্যাদা এয়ার চীফ মার্শাল
পুরস্কার পরম বিশিষ্ট সেবা ম্যাডেল,
অতি বিশিষ্ট সেবা ম্যাডেল

লক্ষণ মাধব কাট্রে ভারতীয় বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তার পদবী ছিলো এয়ার চীফ মার্শাল, তিনি ১৯৮৪–৮৫ মেয়াদে ভারতীয় বিমান বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ভারতের বিমান বাহিনী প্রধান হিসেবে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি বিমান দূর্ঘটনায় নিহত হন (১৯৮৫ সালে)।[১][২][৩]

বিমান বাহিনীর জীবন[সম্পাদনা]

লক্ষণ জন্মগ্রহণ করেন মাদ্রাজে ১৯২৭ সালের ২৬ জানুয়ারী। ৩ আগস্ট ১৯৪৪ তারিখে তিনি রাজকীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা ক্যাডেট হন এবং ১৯৪৫ সালের ৯ই এপ্রিল কমিশন লাভ করেন বৈমানিক শাখায়। ১৯৪৭ সালের ২৬ এপ্রিল তাকে ভারতীয় বিমান বাহিনীর স্থায়ী কমিশন দেওয়া হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Air Force Gallantry & Service Awards Register [www.bharat-rakshak.com]"। Bharat-rakshak.com। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬ 
  2. "Indian Air Force :: Lakshman Mohan Katre"। Bharat-rakshak.com। ২০১২-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬ 
  3. Hindu, The (২০১১-০৪-১৫)। "LM Katre Memorial Lecture"The Hindu। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৯