র্দো-র্জে-রিন-ছেন (দ্রুকপা কাগ্যু)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
র্দো-র্জে-রিন-ছেন

র্দো-র্জে-রিন-ছেন (ওয়াইলি: rdo rje rin chen) চতুর্দশ শতাব্দীর তিব্বতী বৌদ্ধধর্মের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠীর এক ভিক্ষু ছিলেন। তিনি 'জাম-দ্ব্যাংস-কুন-দ্গা'-সেং-গে (ওয়াইলি: 'jam dbyangs kun dga' seng+ge) নামক রালুং বৌদ্ধবিহারের ষষ্ঠ প্রধানের শিষ্য ছিলেন। তার প্রধান শিষ্য ছিলেন রালুং বৌদ্ধবিহারের অষ্টম প্রধান 'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে (ওয়াইলি: 'jam dbyangs blo gros seng ge)।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (2010-03)। "Dorje Rinchen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-20  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)