রোজেলা আয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Rosella Ayane
মরক্কোর জার্সিতে আয়ান (২০২২)
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-03-16) ১৬ মার্চ ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান রিডিং, ইংল্যান্ড
উচ্চতা ১.৮০ মি
মাঠে অবস্থান ফরওয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
টটেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
রিডিং
চেলসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৬ চেলসি (১)
২০১৫মিলওয়াল (লোন)
২০১৬ব্রিস্টল সিটি (লোন) (৩)
২০১৬এভারটন (লোন) ১২ (১)
২০১৭–২০১৮ অ্যাপোলন লিমাসোল ১৫ (১৪)
২০১৮–২০১৯ ব্রিস্টল সিটি ১৫ (১)
২০১৯– টটেনহ্যাম হটস্পার ৭১ (৩)
জাতীয় দল
২০১১–২০১২ ইংল্যান্ড অ-১৭ (১)
2014–2015 ইংল্যান্ড অ-১৯ ১০ (২)
২০২১– মরক্কো ৩০ (১০)
অর্জন ও সম্মাননা
 মরক্কো-এর প্রতিনিধিত্বকারী
মহিলা আফ্রিকা কাপ অব নেশন্স
দ্বিতীয় স্থান ২০২২ মরক্কো
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:২৮, ২৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০৪, ২১ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রোসেলা আয়ান ( আরবি: روزيلا أيان জন্ম ১৬ মার্চ ১৯৯৬) একজন পেশাদার ফুটবলার যিনি মহিলা সুপার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসেবে খেলেন। আন্তর্জাতিকভাবে, মরক্কো দ্বারা সিনিয়র স্তরে ক্যাপ করার আগে আয়ান অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ স্তরে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। [১] [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rosella Ayane profile"Soccerway। ১৬ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬ 
  2. "Rosella Ayane profile"Chelsea L.F.C.। ১৬ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬