রেলপথ পরিদর্শন অধিদপ্তর
অবয়ব
গঠিত | ১৮৯০ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মালিক | বাংলাদেশ সরকার |
প্রধান অঙ্গ | রেলপথ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | dri |
রেলপথ পরিদর্শন অধিদফতর রেল নিরাপত্তা ও রেল পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত রেল মন্ত্রণালয়ের অধীনে একটি বাংলাদেশ সরকারী নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশে রেললাইন ও অবকাঠামো পরিদর্শনের দায়িত্ব এই অধিদফতর পালন করে।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯০ সালে ব্রিটিশ ভারতের সময় রেলওয়ে পরিদর্শন অধিদফতর প্রতিষ্ঠিত হয়। এই অধিদফতর বাংলাদেশে রেললাইন ও অবকাঠামো পরিদর্শনের দায়িত্ব পালন করে থাকে। এছাড়া এই সংস্থাটি বড় ট্রেন দুর্ঘটনার তদন্ত করে থাকে।[১][২][৩]
২০২০ সালের অক্টোবর মাসে রেলওয়ে পরিদর্শক অসীম কুমার তালুকদার ঢাকা ও চট্টগ্রামে রেললাইন পরিদর্শন শেষে ডিজিটাল সিগন্যাল স্থাপন পরিদর্শন করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Department of Railway Inspection"। mor.gov.bd/। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।
- ↑ "The Railways Act, 1890"। bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।
- ↑ কাজী আবুল ফিদা (২০১২)। "রেলওয়ে"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Bangladesh railway set for trial operation of digital signal system"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।