রেমাক্রি খাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেমাক্রি খাল

রেমাক্রি খাল বান্দরবান জেলার অন্তর্গত থানচি উপজেলার একটি উপনদী। এই উপজেলার রেমক্রি ইউনিয়নের নামে এই খাল বা নদীটির নাম দেওয়া হয়েছে। এটি সাঙ্গু নদীর বেশ ছোট একটি উপনদী। এই কারণে এই নদীটি খাল হিসেবেই অভিহিত হয়ে থাকে।[১]

উৎস[সম্পাদনা]

রুমার অন্তর্গত সুনসংপাড়ার নিকটবর্তী তুবং ঝরনা থেকে রেমাক্রি খালের উৎপত্তি। সেই ঝরনা থেকে শুরু হয়ে চলার পথে ছোট ছোট অনেক খালের সঙ্গে মিশে রুমা থেকে থানচী- দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি বাজারের নিকটে এসে রেমাক্রি খাল পতিত হয়েছে সাঙ্গু নদীতে। যে বাজারের নামটিও ‘রেমাক্রি বাজার’।[২] এই বাজারের পরে পাথুরে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত সাঙ্গু নদীর সাথে মিলিত হয়েছে। রেমাক্রি এই নিম্নগামী জলপ্রবাহকে অনেকে রেমাক্রি জলপ্রপাত বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে জলপ্রপাতের মতো এখানে পানি উঁচু থেকে পতিত হয় না।

বর্ণনা[সম্পাদনা]

খালটি অগভীর, খরস্রোতা এবং ছোটো বড় পাথরে ভর্তি। শীতকালে এর স্রোত কমে যায়। যদিও বর্ষাকালে এই কালের পানি তীব্র স্রোত দেখা যায়। বিশেষ করে বৃষ্টির পরে খালের পানি আকস্মিকভাবে বৃদ্ধি পায়। এটির কোথাও কোথাও গভীর পানি থাকলেও অধিকাংশই হেঁটে পার হওয়া যায়। খালের পাশ দিয়ে হেঁটে হেঁটে পর্যাটকরা নাফাখুম জলপ্রপাত দেখতে যান। পাহাড়ি ঝর্ণা থেকে সৃষ্ট এই খালের পানি শীতকালে অত্যন্ত স্বচ্ছ থাকে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রেমাক্রি খাল"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২২-০১-০২ 
  2. https://www.risingbd.com। "রেমাক্রি খালের উৎস সন্ধানে" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৫