বিষয়বস্তুতে চলুন

রুফুয়স ধনেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রুফুয়স ধনেশ
Buceros h. hydrocorax
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
উপপরিবার: Bucerotinae
গণ: Buceros
প্রজাতি: B. hydrocorax
দ্বিপদী নাম
Buceros hydrocorax
Linnaeus, 1766

রুফুয়স ধনেশ (Buceros hydrocorax), যা ফিলিপাইনের ধনেশ নামেও পরিচিত হল ধনেশ প্রজাতির পাখি এবং এরা আকারে আয়তনে বড় হয়।

বিতরণ ও বাসস্থান

[সম্পাদনা]

এটা প্রধানত ফিলিপাইনের স্থানীয় পাখি। পাশাপাশি অবস্থিত ১১ টা দ্বীপে এদের দেখা যায়। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল লুজন এবং মেরিনডিউক প্রভৃতি দ্বীপ। এছড়াও অন্যান্য দ্বীপগুলো হল সমর, লেটে, বহল, পানাওন, বিলিরান, ক্যালিকোয়ান, বাড, দিনাগাত, সিয়ারগাও, মিন্ডানাও, বাসিলান প্রভৃতি। এদেরকে সিয়েরা মাদ্রে প্রভৃতি দ্বীপপুঞ্জতেও দেখতে পাওয়া যায়।

Subspecies B. h. mindanensis; illustration by Joseph Smit, 1881

বর্ণনা

[সম্পাদনা]
মহিলা ধনেশ

এই প্রজাতিরা সম্পূর্ণ লাল রঙের হয় এবং এদের ঠোঁটও লাল রঙের হয় কিন্তু নিচের চোয়াল হয় ফ্যাকাশে হলুদ রঙের।

ব্যবহার

[সম্পাদনা]

এদেরকে মাঝে মাঝে "পাহাড়ের ডাক" বলা হয়ে থাকে কারণ এরা পর্যায়ক্রমিক ভাবে দিনেরবেলা ডাকে।[]

প্রজনন

[সম্পাদনা]

মহিলা ধনেশরা গাছের গুড়ির মধ্যে বাসা বেঁধে ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হওয়া অবধি তারা বাসার মধ্যেই থাকে আর তখন পুরুষেরা তাদের বাইরে থেকে খাদ্য যোগান দেয়। ডিম পাড়ার পরে পুরুষ এবং মহিলা দুজনেই কাদা দিয়ে তাদের বাসা বন্ধ করে দেয়। তারা ওই বাসাতে একটি মাত্র ছোটো ছিদ্র রাখে যেখান দিয়ে পুরুষেরা তাদের খাদ্য যোগান দেয়। এবং পরে বাচ্চারা খাদ্যের যোগান পায়। এই গর্ত দিয়েই মহিলারা তাদের মল-মূত্র ত্যাগ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. BirdLife International (২০১২)। "Buceros hydrocorax"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Ortiz, Margaux C.। "Hornbills in the city: Clock ticking on nature's timekeeper"Philippine Daily Inquirer 
  3. Witmer, Mark (১৯৯৩)। "Cooperative Breeding by Rufous Hornbills on Mindanao Island, Philippines" (পিডিএফ)The Auk110 (4): 933–936। ডিওআই:10.2307/4088652