রিচার্ড বেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রিচার্ড বেল (১৮৭৬ – ১৯৫২) ছিলেন একজন ব্রিটিশ আরববিদ। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আরবি প্রভাষক ছিলেন এবং ১৯০৭ থেকে ১৯২১ সাল পর্যন্ত নিউটন ওয়াম্ফরের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এডিনবার্গে ফিরে আসার পর তিনি কুরআন অধ্যয়ন করে বিশ্ববিদ্যালয়ে তার অবশিষ্ট বছর অতিবাহিত করেন। ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে তিনি কুরআনের একটি অনুবাদ প্রকাশ করেন এবং ১৯৫৩ সালে তাঁর ইন্ট্রোডাকশন টু দ্য কুরআন (১৯৭০ সালে ডব্লিউ মন্টগোমারি ওয়াট কর্তৃক সংশোধিত) প্রকাশিত হয়। উভয় রচনা-ই পশ্চিমা বিশ্বে কুরআন অধ্যয়নে প্রভাব তৈরি করে।[১]

তিনি 'ইসলামের উন্নয়নে খ্রিস্টান প্রভাবের' প্রাথমিক গবেষক ছিলেন।[২]

কর্ম[সম্পাদনা]

  • দ্য কুর'আন। Translated, with a critical re-arrangement of the Surahs 2 vols, এডিনবার্গ ইউনিভার্সিটি প্রেস, ১৯৩৭–৩৯
  • দ্য অরিজিন অব দ্য ইসলাম ইন ইটস ক্রিশ্চিয়ান এনভায়রনমেন্ট দ্য গানিং লেকচারস, এডিনবার্গ ইউনিভার্সিটি প্রেস, ১৯২৫
  • ইন্ট্রোডাকশন টু দ্য কুরআন ইসলামিক সার্ভে'স ৮। এডিনবার্গ ইউনিভার্সিটি প্রেস, ১৯৫৩, ডাব্লিউ মন্টগোমারি কর্তৃক ১৯৭০ সালে সংশোধিত, নতুন সংস্করণ ১৯৯৫ আইএসবিএন ৯৭৮-০-৭৪৮৬-০৫৯৭-২

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]