রিচার্ড ডিক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড ডিক্স
ইংরেজি: Richard Dix
১৯২৩ সালে ডিক্স
জন্ম
আর্নস্ট কার্লটন ব্রিমার

(১৮৯৩-০৭-১৮)১৮ জুলাই ১৮৯৩
মৃত্যু২০ সেপ্টেম্বর ১৯৪৯(1949-09-20) (বয়স ৫৬)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক (গ্লেনডেল)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯১৪-১৯৪৭
দাম্পত্য সঙ্গী
  • উইনিফ্রেড কো (বি. ১৯৩১; বিচ্ছেদ. ১৯৩৩)
  • ভার্জিনিয়া ওয়েবস্টার (বি. ১৯৩৪)
সন্তান

রিচার্ড ডিক্স (ইংরেজি: Richard Dix; জন্ম: আর্নস্ট কার্লটন ব্রিমার,[১] ১৮ জুলাই ১৮৯৩ - ২০ সেপ্টেম্বর ১৯৪৯) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। তিনি নির্বাক ও সবাক দুই ধরনের চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার পর্দায় ভাবমূর্তি ছিল কর্কশ ও বলিষ্ঠ। তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী সিমারন (১৯৩১) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

১৯৪৩ সালে রিচার্ড ডিক্স

ডিক্স ১৮৯৩ সালের ১৮ই জুলাই মিনেসোটায় সেন্ট পলে জন্মগ্রহণ করেন।[২] তিনি সেখানেই পড়াশুনা করেন এবং তার পিতার ইচ্ছানুসারে শল্যচিকিৎসক হওয়ার জন্য পড়াশুনা করেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পাস এক বছর পর তিনি ব্যাংকে চাকুরি শুরু করেন এবং সন্ধ্যায় মঞ্চে প্রশিক্ষণ নিতেন। তিনি স্থানীয় একটি স্টক কোম্পানিতে তার পেশাদার কর্মজীবন শুরু করেন। এই কাজের বদৌলতে তিনি নিউ ইয়র্ক সিটিতে একই ধরনের এক কোম্পানিতে যোগ দেন। তার পিতার মৃত্যুর পর তাকে তার মাতা ও এক বোনের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। তিনি লস অ্যাঞ্জেলেসে যান এবং মরস্কো স্টক কোম্পানির প্রধান অভিনেতা হিসেবে কাজ শুরু করেন।[৩] তার সেখানকার সফলতার জন্য প্যারামাউন্ট পিকচার্স তাকে চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ করে।

মৃত্যু[সম্পাদনা]

ডিক্স ১৯৪৯ সালের ১২ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার ট্রেনে[৪] অথবা ফ্রান্স থেকে ফেরার পথে জাহাজে[৫] মারাত্মক হৃদাঘাতে আক্রান্ত হন। আটদিন পর তিনি হলিউড প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলের ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক সেমেটারিতে সমাহিত করা হয়।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. স্টিভেন্স, ই. জে.; ওয়ানামেকার, মার্ক (২০১৪)। Early Poverty Row Studios (ইংরেজি ভাষায়)। আর্কাডিয়া পাবলিশিং। আইএসবিএন 9781439648292। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 
  2. স্লাইড, অ্যান্থনি (২০১০)। Silent Players: A Biographical and Autobiographical Study of 100 Silent Film Actors and Actresses (ইংরেজি ভাষায়)। কেন্টাকি বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 0813127084। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 
  3. মার্শ, মলি (১৬ ডিসেম্বর ১৯৩৪)। "Clipping from Oakland Tribune - Newspapers.com"ওকল্যান্ড ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। Newspapers.com। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 
  4. The Advertiser (Adelaide), "Richard Dix Ill", ১৪ সেপ্টেম্বর ১৯৪৯, পৃষ্ঠা ১।
  5. ক্যাচমার, জর্জ এ. (২০০৯)। A Biographical Dictionary of Silent Film Western Actors and Actresses (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ৯৬। আইএসবিএন 9781476609058। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  6. উইলসন, স্কট (১৯ আগস্ট ২০১৬)। Resting Places: The Burial Sites of More Than 14,000 Famous Persons, 3d ed. (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 9781476625997। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩গুগল বুকস-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]