রায়ান খ্রাভেনবার্খ
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রায়ান জিরো খ্রাভেনবার্খ | ||
জন্ম | ১৬ মে ২০০২ | ||
জন্ম স্থান | আমস্টারডাম, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৩৮ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:২০, ৩ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রায়ান জিরো খ্রাভেনবার্খ (ওলন্দাজ: Ryan Gravenberch; জন্ম: ১৬ মে ২০০২; রায়ান খ্রাভেনবার্খ নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, খ্রাভেনবার্খ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রায়ান জিরো খ্রাভেনবার্খ ২০০২ সালের ১৬ই মে তারিখে নেদারল্যান্ডসের আমস্টারডামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]খ্রাভেনবার্খ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ৩১শে জানুয়ারি তারিখে তিনি প্রীতি ম্যাচে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]
তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[২][৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৩ জুলাই ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০২১ | ১০ | ১ |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ১১ | ১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Netherlands U15 - Republic of Ireland U15, Jan 31, 2017 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com।
- ↑ "Netherlands U21 Squad" [নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দল]। espn.com (ইংরেজি ভাষায়)। ইএসপিএন এফসি। ১ জুলাই ২০২৩। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
- ↑ "Netherlands U21 - Detailed squad 2023" [নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- রায়ান খ্রাভেনবার্খ – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- রায়ান খ্রাভেনবার্খ – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- সকারবেসে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- বিডিফুটবলে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- ইইউ-ফুটবলে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে রায়ান খ্রাভেনবার্খ (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ওলন্দাজ ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়
- নেদারল্যান্ডসের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ফুটবলার
- এএফসি আয়াক্সের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- ইয়ং আয়াক্সের খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- জার্মানিতে প্রবাসী ফুটবলার
- এরস্টে ডিভিজির খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়