রামেন্দ্র নারায়ণ দেববর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রামেন্দ্র নারায়ণ দেববর্মা (আনুমানিক ১৯৫০ - ১১ ফেব্রুয়ারি ২০১৮) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর একজন সদস্য, তিনি ২০১২ সাল পর্যন্ত সরকারী ক্ষেত্রে কাজ করেছিলেন। তিনি ২০১৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আসন পেয়েছিলেন। দেববর্মা ২০১৮ সালে সিপিএম থেকে সমর্থন পেয়েছিলেন, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে ১১ ফেব্রুয়ারি ২০১৮-এ গোবিন্দ বল্লভ পান্থ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেরিব্রাল স্ট্রোকে মারা যান।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tripura polls 2018: CPI (M) candidate Ramendra Narayan Debbarma, sitting MLA, dies a week before elections"। Zee News। ১২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮ 
  2. "Tripura CPM candidate Ramendra Narayan Debbarma dies ahead of 18 February Assembly polls"First Post। ১১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮