বিষয়বস্তুতে চলুন

রামভীর রাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামভির রাই
ব্যক্তিগত তথ্য
জন্ম (1987-12-01) ১ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
উৎস: CricInfo, ৭ মে ২০০৭

রামভীর রাই (জন্ম: ১ ডিসেম্বর ১৯৮৭) সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার। তিনি একদিনের আন্তর্জাতিক এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তিনি যুব পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন।[১]

২০০৪ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে রাই তার একমাত্র ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের উদ্বোধন করেছিলেন, ক্রিজে দু'ঘণ্টা থেকে ৩৯ রান করেছিলেন যা ছিল ওই ম্যাচে সর্বোচ্চ রান। এবং ম্যাচেটিতে তিনি ১২৪ বল খেলেছিলেন, যা ছিল ঐ ম্যাচের সর্বোচ্চ।[২] এ সময় তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় (১৬ বছর বয়স) এবং ২২৯ দিন বয়স নিয়ে ওয়ানডেতে ষষ্ঠতম কনিষ্ঠ খেলোয়াড় ছিলেন।[৩] তবে ২০০৪ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার সাথে ইন্টারকন্টিনেন্টাল কাপ ম্যাচে ২ এবং ১ রান করার পরে, রাইকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর তিনি আরব আমিরাতের হয়ে সিনিয়র স্তরে স্থান পাননি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Other matches played by Ramveer Rai (6) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০১২ তারিখে, from CricketArchive, retrieved 2 July 2006
  2. Sri Lanka v United Arab Emirates, from CricketArchive, retrieved 2 July 2006
  3. Asia Cup - Statistical highlights, by Rajneesh Gupta, Rediff.com, retrieved 2 July 2006