রামবরণ কলেজ অব মিউজিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামশরণ কলেজ অব মিউজিক
ধরনসর্বসাধারণের
স্থাপিত১৮৯৭
অবস্থান, ,
ওয়েবসাইটরামশরণ কলেজ অব মিউজিক

রামশরণ কলেজ অব মিউজিক হল পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন সঙ্গীত কলেজ। এই কলেজটি ১৮৮৫ সালে সঙ্গীত গুরু রামশরণ মুখ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রাচীনতম সঙ্গীত কলেজ হিসাবেও বিবেচিত হয়। প্রাথমিকভাবে এটি একটি সঙ্গীত বিদ্যালয় ছিল কিন্তু ১৯৪৩ সালে এই বিদ্যালয়টি একটি কলেজ হিসাবে রূপান্তরিত হয়। বর্তমানে এই কলেজ দুটি কোর্স প্রস্তাব করে - একটি চার বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স এবং অন্যটি দুই বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিসংযোগ[সম্পাদনা]