রাণীর হাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাণীর হাট
স্থানাঙ্ক: ২৬°৩৮′২১″ উত্তর ৮৮°৫৪′৩৪″ পূর্ব / ২৬.৬৩৯১° উত্তর ৮৮.৯০৯৪৫° পূর্ব / 26.6391; 88.90945
সরকার
 • প্রধানশুক্লা রায় (অধিকারী)
ওয়েবসাইটcoochbehar.nic.in

রাণীর হাট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচ বিহার জেলার একটি ছোট শহর।

ভূগোল গুগল[সম্পাদনা]

সমগ্র রাণীর হাট অঞ্চলটি উত্তরবঙ্গ সমভূমির অন্তর্গত। জেলার প্রধান নদনদীগুলি দক্ষিণ-পূর্বাঞ্চলের সামান্য ঢাল বরাবর প্রবাহিত হয়েছে। এখানকার ভূভাগ প্রায় সমতল। এই অঞ্চলটি কোনো পাহাড় বা পর্বত নদী নেই।

জনসংখ্যার উৎপাত্ত[সম্পাদনা]

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে রানীর হাট শহরের জনসংখ্যা হল ৭,০৮৬ জন এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৭০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রাণীর হাট এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

সমগ্র রাণীরহাট অঞ্চলটি দুটি উচ্চতর, একটি বালিকা বিদ্যালয় এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় বিশিষ্ট।

  • আলোক ঝাড়ি হাই স্কুল
  • লমারি হাই স্কুল
  • রানীরহাট জুনিয়ার গার্লস স্কুল

তথ্যসূত্র[সম্পাদনা]