রাজ ঠাকরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজ ঠাকরে
২০১৩ সালে ঠাকরে
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৯ মার্চ ২০০৬
ব্যক্তিগত বিবরণ
জন্মস্বরাজ শ্রীকান্ত ঠাকরে[১][২]
(1968-06-14) ১৪ জুন ১৯৬৮ (বয়স ৫৫)
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
রাজনৈতিক দলমহারাষ্ট্র নবনির্মাণ সেনা (২০০৬–বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
শিবসেনা (২০০৬ সালের পূর্বে)
দাম্পত্য সঙ্গীশর্মিলা ঠাকরে
সন্তান
বাসস্থানশিবাজি পার্ক, দাদার, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
প্রাক্তন শিক্ষার্থীমুম্বই বিশ্ববিদ্যালয়
স্যার জে.জে. ফলিত শিল্প ইনস্টিটিউট
জীবিকারাজনীতিবিদ

রাজ শ্রীকান্ত ঠাকরে (মারাঠি উচ্চারণ: [ɾaːd͡ʒ ʈʰaːkɾeː], জন্ম স্বরাজ শ্রীকান্ত ঠাকরে; ১৪ জুন ১৯৬৮) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং একটি আঞ্চলিক রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এর চেয়ারপারসন। তিনি বাল ঠাকরের ভাইপো এবং শিবসেনা প্রধান এবং ১৯তম ও বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের চাচাতো ভাই।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রাজ ঠাকরের দেওয়া নামটি স্বররাজের একটি কপটতা।[তথ্যসূত্র প্রয়োজন] তার বাবা-মা ছিলেন শ্রীকান্ত ঠাকরে (বাল ঠাকরের ছোট ভাই) এবং কুন্দা ঠাকরে (বাল ঠাকরের স্ত্রী মীনা ঠাকরের ছোট বোন)। ছোটবেলায় তিনি তবলা, গিটার ও বেহালা শিখেছিলেন।[১] ঠাকরে মুম্বাইয়ের স্যার জে.জে. ফলিত শিল্প ইনস্টিটিউটে[৩] স্নাতক হওয়ার পর তিনি কার্টুনিস্ট হিসেবে বাল ঠাকরের সাপ্তাহিক ম্যাগাজিন মার্মিক-এ যোগ দেন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রাজ ঠাকরের সমর্থকরা মুম্বাইয়ের শিবাজি পার্কে তার সমাবেশে যোগ দেন

শিবসেনার যোগদানের প্রথম বছর[সম্পাদনা]

ভারতীয় বিদ্যার্থী সেনা নামে শিবসেনার ছাত্র শাখা চালু করে ঠাকরে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯০ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তিনি সুপরিচিত হয়েছিলেন। ১৯৯০ এর দশকে রাজ নিজেকে তার কাকা বালাসাহেবের উত্তরাধিকারী হিসাবে বিশ্বাস করতেন। যাইহোক, বালাসাহেব তার নিজের ছেলে উদ্ধবকে প্রবল নির্বাচনে অগ্রাধিকার দিয়েছিলেন।

বিতর্ক[সম্পাদনা]

২০০৮ সালে উত্তর ভারতীয় বিরোধী অভিযান[সম্পাদনা]

২০০৮ সালের ফেব্রুয়ারীতে রাজ ঠাকরে [৪] উত্তর ভারতীয় রাজ্য উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের বিহার থেকে অভিবাসীদের বিরুদ্ধে এবং তার বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একটি সহিংস আন্দোলনের নেতৃত্ব দেন । শিবাজি পার্কে একটি সমাবেশে রাজ সতর্ক করে দিয়েছিলেন যে যদি মুম্বাই এবং মহারাষ্ট্রে এই লোকদের (উত্তর ভারতীয়দের) দাদাগিরি (ভীতিকর আধিপত্য) চলতে থাকে তবে তিনি তাদের মহানগর ছেড়ে যেতে বাধ্য হবেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. MNS official website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১৩ তারিখে Accessed October 2011.
  2. "Raj Thackeray"Business Standard India। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯ 
  3. "The return of Raj"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  4. "Raj says violence is legit, slams BJP leaders"IBN Politics। CNN-IBN। ২৪ ফেব্রুয়ারি ২০০৮। ১২ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]