রাজা আব্দুল আজিজ মসজিদ
রাজা আব্দুল আজিজ মসজিদ | |
---|---|
Mezquita del rey Abdelaziz | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | মারবেয়া, মালাগা, আন্দালুসিয়া, স্পেন |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
প্রতিষ্ঠার তারিখ | ১৯৮১ |
রাজা আব্দুল আজিজ মসজিদ বা মারবেলা মসজিদ স্পেনের আন্দালুসিয়ার মালাগা প্রদেশের মারবেয়াতে অবস্থিত একটি মসজিদ। সৌদি আরব এই মসজিদ নির্মাণের অর্থের জোগান দিয়েছে; তাই সৌদি আরবের রাজার নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয়েছে । মসজিদটি ১৯৮১ সালে নির্মাণ করা হয় এবং আধুনিক স্পেনে নির্মিত প্রথম মসজিদগুলোর মধ্যে একটি।[১]
স্পেনের ফুয়েনহিরোইয়া এবং মাালাগা মসজিদের পাশাপাশি এই মসজিদটিরও নির্মাণ ব্যয় সৌদি আরব প্রদান করেছে এবং এর ফলে পরিকল্পনা অনুযায়ী এই মসজিদটি সালাফি (সৌদি আরেবের প্রভাবশালী একটি আন্দোলন) স্কুলের একটি অংশ। রাজা ফাহাদের প্রায়শই মারবেয়ায় ভ্রমণ করতে আসতেন, তাই তার সম্মানে রাজকুমার সালমান এই মসজিদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন।[২]
এই মসজিদটিতে আন্দালুসিয়ার আরবীয় স্থাপত্য থেকে উদ্ভুদ্ধ স্থাপনার নকশা লক্ষ্য করা যায়। কোরদোবীয় স্থপতি হুয়ান মোরার দ্বারা নির্মিত এই মসজিদটিতে ৮০০ মানুষের জায়গা হয় এবং এখানে ইমামের থাকার ব্যবস্থা, গ্রন্থাগার এবং বাগান রয়েছে।
আরও পড়ুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ আইতানা গিয়া (২০১৪-০৫-০১)। The Muslim Struggle for Civil Rights in Spain: Promoting Democracy Through Migrant Engagement, 1985–2010 (ইংরেজি ভাষায়)। Sussex Academic Press। পৃষ্ঠা ১৭০। আইএসবিএন 978-1-78284-151-7।
- ↑ es:Mezquita del Rey Abdelaziz (স্পেনীয়)
