রয়া তলুই
রয়া তলুই | |
---|---|
জন্ম | ২২ মে,১৯৬৬ কুর্দিস্থান প্রদেশ, ইরান |
শিক্ষা | ফেরদৌসি ইউনিভার্সিটি মাশাদ |
পেশা | সাংবাদিক, মানবাধিকার কর্মী |
পুরস্কার | অক্সফাম নোভিব |
রয়া তলুই (জন্ম ২২ মে, ১৯৬৬) একজন বিশিষ্ট কুর্দি - ইরানী সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নারীবাদী। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার জন্ম পশ্চিম ইরানের বানেহে । তিনি বানেহ -এ তার হাইস্কুল ডিপ্লোমা এবং মাশাদ বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ল্যাবরেটরিতে [১] পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।
জীবন
[সম্পাদনা]তিনি মহিলাদের সম্বন্ধে একটি কুর্দি মাসিক পত্রিকা রাসান (রাইজিং আপ) -এর প্রধান সম্পাদক ছিলেন। ইরানের বিচার বিভাগ কর্তৃক ২০০৫ সালের গ্রীষ্মে পত্রিকাটি বন্ধ না হওয়া পর্যন্ত পত্রিকার পাঁচটি সংখ্যা বসন্ত ও গ্রীষ্মে সানন্দাজে প্রকাশিত হয়েছিল। তিনি কুর্দিস্তানে শান্তি সমর্থনকারী কুর্দি মহিলাদের সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি কুর্দি পেনের সদস্যও।
কুর্দি ও ইরানি নারীদের অধিকার রক্ষার পাশাপাশি কর্তৃপক্ষের স্পষ্ট সমালোচনার কারণে ২০০৫ সালের এপ্রিল মাসে বিপ্লবী আদালতে তার বিচার করা হয় এবং তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়। [২]
পশ্চিমা ইরানের কুর্দি অধ্যুষিত এলাকায় বিক্ষোভের পর, ২০০৫ সালের ২ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৫ সালের অক্টোবরে জামিনে মুক্ত না হওয়া পর্যন্ত তাকে ৬৬ দিন জেলে রাখা হয়। [২] কারাবন্দী লেখকের আন্তর্জাতিক পেন'স দিবসে, ২০০৫ সালের নভেম্বর মাসে তার কারাবাসের ঘটনা তুলে ধরা হয়েছিল। [৩] মুক্তির পর তিনি ইরান থেকে তুরস্কের উদ্দেশ্যে পালিয়ে যান এবং অবশেষে তিনি ২০০৬ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। তিনি ২০০৬ সালে অক্সফাম নভিব/পেন পুরস্কার পেয়েছিলেন। [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "دکتر رؤيا طلوعي"। The Medical Council of The Islamic Republic Of Iran search engine। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ http://www.ifex.org/en/content/view/full/69742/?PHPSESSID=
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Writer Wins Freedom Award"। The Warsaw Voice। নভেম্বর ২৯, ২০০৬। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১০, ২০১২।