রমজান টি-টোয়েন্টি কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রমজান টি-টোয়েন্টি কাপ
তত্ত্বাবধায়কপাকিস্তান ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিননকআউট
আয়োজককরাচি
বিজয়ীহাবিব ব্যাংক লিমিটেড
রানার-আপপাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা২৩
সর্বাধিক রান সংগ্রহকারীমুহাম্মদ ইয়ামিন (২৩০)
সর্বাধিক উইকেটধারীসালমান সাদ (৯)

রমজান টি-টোয়েন্টি কাপ হল একটি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, যা পাকিস্তানের করাচিতে ২০১৩ সালের ৬ থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং তা পবিত্র রমজান মাসেই হয়। রাউন্ড-রবিন গ্রুপ পর্বের মাধ্যমে এই টুর্নামেন্টে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল; গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল এবং সবশেষে একটি ফাইনাল খেলা হয়। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিপক্ষে ফাইনাল খেলা ড্র হওয়ার পর এক ওভারের এলিমিনেটরে হাবিব ব্যাংক লিমিটেড কাপটি জিতেছিল।[১]

২০২৪ সালে পাকিস্তানের ক্রিকেট বোর্ড আন্তঃকলেজ রমজান টি-টুয়েন্টি কাপ নামে একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করে।[২]

ভেন্যু[সম্পাদনা]

টুর্নামেন্টটির ২৩টি ম্যাচের সবকটি জাতীয় স্টেডিয়াম, করাচিতে খেলা হয়।

শহর ভেন্যু ধারণক্ষমতা
করাচি, সিন্ধু জাতীয় স্টেডিয়াম ৩৪,২২৮
রমজান টি-টোয়েন্টি কাপ পাকিস্তান-এ অবস্থিত
Karachi
Karachi

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Habib Bank take title after Super Over"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫ 
  2. "PCB launches first-ever Inter-College Ramadan T20 Cup"www.pcb.com.pk (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৫