রবিতেজা আবাসিক উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রবিতেজা আবাসিক উচ্চ বিদ্যালয় হলো ভারতের অন্ধ্র প্রদেশের মাহাবুবনগর জেলার নাগরকুর্নুলে অবস্থিত একটি বিদ্যালয়। [১][২]

১৯৯০ সালে প্রতিষ্ঠিত, এই বিদ্যালয়টি নগরকর্ণুলের প্রথম বেসরকারি উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে একটি। এটি হায়দরাবাদ রাজ্য সড়ক এলাকার হাউজিং বোর্ড কলোনির বিপরীতে অবস্থিত।

এটি উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি, শৃঙ্খলা এবং অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রমের কথা বলে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "RAVI TEJA HIGH School- Nagarkurnool (pt), Nagarkurnool (pt) | OruSchool.In"oruschool.in। ২০২১-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 
  2. "Raviteja Hs Koduru Secondary School, Andhra Pradesh - Reviews, Fees, Admissions and Address 2021"iCBSE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬