রবার্ট হ্যামিল্টন অস্টিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রবার্ট হ্যামিল্টন অস্টিন (জন্ম ১৯৪৬) একজন আমেরিকান পদার্থবিদ এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। [১][২]

জীবনক্রম[সম্পাদনা]

তিনি ১৯৪৬ সালে ইলিনয়ের সেন্ট চার্লসে জন্মগ্রহণ করেছিলেন। [৩]

তিনি ১৯৬৮ সালে হোপ কলেজ থেকে বিএ ডিগ্রি পেয়েছিলেন। তিনি উর্বানা-চ্যাম্পেইন এর ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিষয়ে এমএস এবং পিএইচডি সম্পন্ন করেছেন। [৩] তাঁর বর্তমান কাজ জৈবিক সিস্টেমগুলোর বিবর্তন এবং এর পিছনে গবেষণার বিষয়টিকে তুলে ধরা। [৪]

কর্মজীবন[সম্পাদনা]

বর্তমানে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। [৩][৫]

তিনি আমেরিকান ফিজিকাল সোসাইটি (১৯৮৮) [৬] এবং আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের ফেলো। তিনি ১৯৯৯ সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের সদস্য এবং ২০০৮ সালে আমেরিকান আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য নির্বাচিত হন। [৭][৮]

২০০৫ সালে তিনি জুলিয়াস এডগার লিলিনফিল্ড পুরস্কার পেয়েছিলেন ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Robert Hamilton Austin"। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৭ 
  2. "Robert H. Austin"austingroup.princeton.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 
  3. "Prize Recipient"aps.org। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  4. "Robert Austin"। princeton.edu। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৭ 
  5. "Robert H. Austin Lab"। princeton.edu। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৭ 
  6. "APS Fellow Archive" 
  7. "Robert Austin"www.nasonline.org। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 
  8. "Robert Hamilton Austin"American Academy of Arts & Sciences (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]