রজত গুপ্ত
রজত গুপ্ত | |
---|---|
জন্ম | রজত কুমার গুপ্ত ২ ডিসেম্বর ১৯৪৮ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | আই আই টি, দিল্লি হার্ভার্ড বিজনেস স্কুল |
পেশা | উপদেষ্টা, ব্যবস্থাপনা বিশেষজ্ঞ |
কর্মজীবন | ১৯৭৩-২০০৭ |
নিয়োগকারী | ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি |
উপাধি | জ্যেষ্ঠ সংখ্যাতিরিক্ত অংশীদার এবং প্রাক্তন বৈশ্বিক ব্যবস্থাপনা পরিচালক |
মেয়াদ | ১৯৯৪-২০০৩ (ব্যবস্থাপনা পরিচালক) |
পূর্বসূরী | ফ্রেড গ্লাক |
উত্তরসূরী | ইয়ান ডেভিস |
অপরাধের অভিযোগ |
|
অপরাধের শাস্তি |
|
অপরাধীর অবস্থা | দোষী সাব্যস্ত |
দাম্পত্য সঙ্গী | আনিতা মাত্তু গুপ্ত |
সন্তান | ৪ |
রজত কুমার গুপ্ত (জন্ম ২ ডিসেম্বর ১৯৪৮) একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী। তিনি বিশ্বখ্যাত বহুজাতিক ব্যবস্থাপনা উপদেষ্টা প্রতিষ্ঠান ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি-র সর্বপ্রথম প্রবাসে-জন্ম-নেওয়া ব্যবস্থাপনা পরিচালক ছিলেন (১৯৯৪-২০০৩)। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কিছু ব্যবসা প্রতিষ্ঠান বা কর্পোরেশন যেমন গোল্ডম্যান স্যাকস, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং আমেরিকান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি অলাভজনক প্রতিষ্ঠান যেমন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, অ্যামেরিকান ইন্ডিয়ান ফাউন্ডেশন, নিউ সিল্ক রাউট এবং স্ক্যানডেন্ট সলিউশনস নামের সংস্থাগুলির সহ-প্রতিষ্ঠাতা।
২০১২ সালে অভ্যন্তরীণ বাণিজ্যে অংশগ্রহণের অভিযোগে গুপ্তকে দুই বছরের কারাদণ্ড ও ৫০ লক্ষ মার্কিন ডলারের অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালতে গুপ্তের করা আপীল প্রত্যাখ্যাত হয়।[১][২]
গুপ্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। বাল্যকালে দিল্লিতে পড়াশোনা করেন এবং দিল্লি আই আই টি (ভারতীয় প্রযুক্তি ইন্সটিটিউট) শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র প্রকৌশলে ১৯৭১ সালে স্নাতক উপাধি অর্জন করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বিদ্যালয় (হার্ভার্ড বিজনেস স্কুল) থেকে ১৯৭৩ সালে এমবিএ (ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর) উপাধি লাভ করেন। সে বছরই তিনি ম্যাকিনজি অ্যান্ড কোম্পানিতে হাতেগোনা কয়েকজন ভারতীয়দের একজন হিসেবে যোগদান করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Tangel, Andrew, "Ex-Goldman director gets two years in jail for insider trading", latimes.com, October 24, 2012.
- ↑ Protess, Ben (মার্চ ২৫, ২০১৪)। "Federal Court Rejects Gupta's Appeal for New Trial"। The New York Times।
- ১৯৪৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন ব্যবসায়ী
- ২১শ শতাব্দীর মার্কিন প্রকৌশলী
- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী
- প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত মার্কিন
- হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- আইআইটি দিল্লির প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় প্রতারক
- ম্যাকিনসি অ্যান্ড কোম্পানির ব্যক্তি
- জাতিসংঘের মার্কিন কর্মকর্তা
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি
- প্রবাসী ভারতীয় সম্মান প্রাপক
- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- কলকাতার ব্যবসায়ী