রাংপো
রাংপো | |
---|---|
শহর | |
সিকিম, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°১১′ উত্তর ৮৮°৩২′ পূর্ব / ২৭.১৮° উত্তর ৮৮.৫৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | সিকিম |
জেলা | পূর্ব সিকিম |
উচ্চতা | ৩৩৩ মিটার (১,০৯৩ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩,৭২৪ |
ভাষা | |
• অফিসিয়াল | নেপালি, ভুটিয়া, লেপচা, লিম্বু, নেওয়ারি, রাই, গুরুং, মাগার, শেরপা, তামাং এবং সুনওয়ার |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
রাংপো (ইংরেজি: Rangpo) ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি শহর। এই শহরটি পশ্চিম বঙ্গ রাজ্যের সীমানায়, তিস্তা নদীর তীরে অবস্থিত। এটিই সিকিমের প্রথম শহর যেটির উপর দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের সংযোগ রাস্তা NH-31A বয়ে গেছে। এটি সমুদ্রতল থেকে ৩৩৩ মি উপরে অবস্থিত এবং এখানে উপ - গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু দেখা যায়।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৭°১১′ উত্তর ৮৮°৩২′ পূর্ব / ২৭.১৮° উত্তর ৮৮.৫৩° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৩৩ মিটার (১০৯২ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে রাংপো শহরের জনসংখ্যা হল ৩৭২৪ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৫% এবং নারী ৪৫%।
এখানে সাক্ষরতার হার ৭০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৫% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রাংপো এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rangpo"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭।