যশোহর খুলনার ইতিহাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যশোহর খুলনার ইতিহাস সতীশচন্দ্র মিত্রের লেখা এটি ঐতিহাসিক গ্রন্থ।[১][২] বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯১৪ সালে।[৩] এ পর্যন্ত বইটির তিনটি সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি প্রথম প্রকাশের সাথে সাথে লেখক এটি কপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দেন। কবি তাঁর শত ব্যস্ততার মাঝেও বইটি পড়েন এবং লেখককে একটি পত্র লিখেন। সেই পত্রে কবি বলেন,

বইটি দুটি খণ্ডে বিভক্ত। বইটি প্রকাশের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.jessore.gov.bd/site/page/44a4752e-1c4b-11e7-8f57-286ed488c766/যশোর[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] রাজ্যের প্রতিষ্ঠা ও%20 নামকরণের ইতিহাস
  2. https://www.prothomalo.com/onnoalo/article/1642011/রূপ-সাহার-খাল-ও-সতীশ-মিত্রর-স্মৃতি
  3. সতীশচন্দ্র, মিত্র (১৯১৪)। যশোহর খুলনার ইতিহাস। ৩৮/৪ বাংলাবাজার,ঢাকা-১১০০: লেখক সমবায়।