যতীন্দ্রমোহন ভট্টাচার্য
যতীন্দ্রমোহন ভট্টাচার্য তত্ত্বরত্নাকর | |
---|---|
জন্ম | ১৯০৫ ইং |
মৃত্যু | ১৯৯০ ইং |
পরিচিতির কারণ | সাহিত্য গবেষক ও শিক্ষাবিদ |
পিতা-মাতা |
|
পুরস্কার | রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
প্রতিষ্ঠান |
|
উল্লেখযোগ্য কাজ |
|
যতীন্দ্রমোহন ভট্টাচার্য বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে ও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।[১]
প্রাথমিক পরিচয়
[সম্পাদনা]যতীন্দ্রমোহন ভট্টাচার্যের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ গ্রামে ১৯০৫ সালে। পিতা যামিনীকামত্ম ভট্টাচার্য ও মা মোক্ষকা দেবী।[২][৩]
শিক্ষাজীবন
[সম্পাদনা]কর্মজীবন
[সম্পাদনা]আজীবন সাহিত্যের গবেষণা এবং লুপ্তপ্রায় দুষ্প্রাপ্য পুঁথিপত্র, গ্রন্থ ও সাময়িকপত্রের বিপুল ভান্ডার গড়ে তোলেন। এই বিপুল ভান্ডার এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় শিক্ষাপরিষদ’-এর অধীন ‘যতীন্দ্রমোহন সংগ্রহশালা’ হিসেবে খ্যাত। তাঁর সম্পাদিত ও রচিত বইয়ের মধ্যে ‘বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি’, ‘শ্রীহট্টের ভট্টসঙ্গীত’; ‘বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুসা’ প্রভৃতি উল্লেখযোগ্য।[২]
রচনাবলি
[সম্পাদনা]- বাংলা পুঁথির তালিকা সমন্বয়
- গোপাল ঠাকুরের পদাবলি[৪]
- বাঙালার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি[৪]
- বাঙলা অভিধান গ্রন্থের পরিচয়[৫]
- শ্রীহট্টের ভট্টসঙ্গীত
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- খোজাস্তা আকতর বানু সোহরাওয়ার্দি স্বর্ণপদক (১৯৪৫)[৬]
মৃত্যু
[সম্পাদনা]১৯৯০ সালে ডক্টর যতীন্দ্রমোহন ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কলকাতা বিশ্ববিদ্যালয়"। উইকিপিডিয়া। ২০২২-০৪-০৬।
- ↑ ক খ গ "বিখ্যাত ব্যক্তিত্ব"। web.archive.org। ২০১১-০৬-২৩। Archived from the original on ২০১১-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৪।
- ↑ চৌধুরী, রব্বানী (২০০৮)। কালজয়ী গবেষক যতীন্দ্রমোহন ভট্টাচার্য। ঢাকা: উৎস প্রকাশন। আইএসবিএন 9847005900887
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)। - ↑ ক খ "শ্রীহট্ট সাহিত্য পরিষদ"। উইকিপিডিয়া। ২০২১-০৮-১৪।
- ↑ "বাংলা অভিধানের তালিকা"। উইকিপিডিয়া। ২০২১-১২-২৯।
- ↑ যতীন্দ্রমোহন, ভট্টাচার্য (১৯৪৫)। বাঙলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি (২য সংস্করণ সংস্করণ)। কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়।