ম্যালকম শাবাজ মসজিদ
ম্যালকম শাবাজ মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | হার্লেম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |
স্থানাঙ্ক | ৪০°৪৮′০৭″ উত্তর ৭৩°৫৭′০১″ পশ্চিম / ৪০.৮০২০° উত্তর ৭৩.৯৫০২° পশ্চিম |
স্থাপত্য | |
স্থপতি | সাবাথ ব্রাউন |
ধরন | মসজিদ |
গম্বুজসমূহ | ১ |
ওয়েবসাইট | |
themasjidmalcolmshabazz |
ম্যালকম শাবাজ মসজিদ পূর্বে মসজিদ নং ৭ নামে পরিচিত, হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হার্লেমে অবস্থিত একটি সুন্নি মুসলিমদের মসজিদ। এটি পূর্বে নেশনস অফ ইসলাম মসজিদ ছিল। ম্যালকম এক্স ১৯৬৪ সালে সুন্নি ইসলাম ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে কাজ করেছেন।
ইতিহাস
[সম্পাদনা]১৯৪৬ সালে হারলেম ওয়াইএমসিএ-তে মুসলিম জাতির ৭নং মসজিদ হিসাবে খোলা হয়। এটি লেনক্স অ্যাভিনিউয়ের দক্ষিণ-পশ্চিম কোণে ১০২- ১১৬ তম স্ট্রিট (ম্যানহাটন) এর লেনক্স ক্যাসিনো এ স্থানান্তরিত করা হয়। ১৯৫৪ সালে যখন ম্যালকমকে এলিজাহ মুহাম্মদ মন্ত্রী হিসেবে মনোনীত করেছিল তখন এটি একটি স্টোরফ্রন্ট গির্জা ছিল। ম্যালকম এক্স যখন ১৯৬৪ সালে এলিজা মুহাম্মদ থেকে বিচ্ছিন্ন হয় তখন তিনি মুসলিম মসজিদ ইনক নামে একটি সুন্নি মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ শুরু করেন।সেই মসজিদের উত্তরসূরি হল হার্লেমের ১৩০ ওয়েস্ট ১১৩তম স্ট্রিটে অবস্থিত ইসলামি ব্রাদারহুড ইনকর্পোরেটেডের মসজিদ।[১]
১৯৬৪ সালের জানুয়ারিতে এলিজাহ মুহাম্মদ ম্যালকমকে বরখাস্ত করেন। মুহাম্মদ জেমস রাসেল ম্যাকগ্রেগর ৭নং মসজিদের নতুন মন্ত্রী হিসাবে উন্নীত করেন।[২]
ম্যালকম এক্সের হত্যার পর ১৯৬৫ সালে বোমা হামলায় ৭নং মসজিদটি ধ্বংস হয়ে যায় যার কারণে নেশন অফ ইসলামের ১০৬ পশ্চিম ১২৭ রাস্তায় মসজিদটি সরিয়ে নিতে বাধ্য হয়।মসজিদের ভবন সাবাথ ব্রাউন দ্বারা নতুনভাবে নকশা করা হয়েছিল এবং ১৯৭৬ সালে ম্যালকম এক্স-এর স্মৃতি ও অবদানকে সম্মান জানাতে মসজিদটির নামকরণ করা হয় ম্যালকম শাবাজ মসজিদ বা মসজিদ ম্যালকম শাবাজ।
মসজিদটি ১৯৭২ হারলেম মসজিদের ঘটনার পটভূমি।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "From Abyssinia to Zion," by David Dunlap (p. 136)
- ↑ "Mosque of Islamic Brotherhood's Website"। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২।