আমিনুল ইসলাম (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মো. আমিনুল ইসলাম থেকে পুনর্নির্দেশিত)
আমিনুল ইসলাম
দিনাজপুর-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৯৯৬
পূর্বসূরীআনিসুল হক চৌধুরী
উত্তরসূরীসৈয়দ আহমেদ রেজা হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্মমো. আমিনুল ইসলাম
বীরগঞ্জ, দিনাজপুর জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামীলীগ

মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আমিনুল ইসলাম বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আমিনুল ইসলাম দিনাজপুর জেলা শাখা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

১৯৯০ সালে তিনি বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]

তিনি ১৯৯১সাল থেকে ২০০৩ পর্যন্ত ১২বছর সভাপতি বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি ২০১৪ সালে দ্বিতীয় বার এবং ২০১৯ সালে তৃতীয় বার বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "আমিনুল ইসলাম, আসন নং: ৬, দিনাজপুর-১"দৈনিক প্রথম আলো। ৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩