মোহাম্মদ সুরতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোহাম্মদ সুরতী গুজরাটের সুরাটের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা। তিনি গুজরাটের সরকারী মন্ত্রী ছিলেন। ১৯৯৩ সালে সুরত বোমা বিস্ফোরণে জড়িত থাকার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কারাবন্দি হয়েছিলেন। [১]

২০০৮ সালের অক্টোবরে সুরাটের একটি টাডা আদালত মোহাম্মদ সুরতীকে ২০ বছরের কারাদন্ডে দণ্ডিত করেছিল। পরে ১৮ জুলাই ২০১৪-তে সুপ্রিম কোর্ট ১৯৯৩ সালে সুরতী সহ বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১১ জন আসামিকে খালাস দিয়েছিল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Former Gujarat minister and Congress leader imprisoned in bomb-blasts case gets three months midterm bail | DeshGujarat"। deshgujarat.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২২ 
  2. "SC acquits all accused in 1993 Surat bomb blast case"The Hindu। ১৯ জুন ২০১৪।