মোহাম্মদ ফাহাদ রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ ফাহাদ রহমান
দেশবাংলাদেশ
জন্ম (2003-07-04) ৪ জুলাই ২০০৩ (বয়স ২০)
ফরিদপুর, বাংলাদেশ
খেতাবআন্তর্জাতিক মাস্টার (২০১৯)
সর্বোচ্চ রেটিং২৪২৮ (জুলাই ২০২৩)

মোহাম্মদ ফাহাদ রহমান (জন্ম ২০০৩) একজন বাংলাদেশী দাবা খেলোয়াড়।[১][২]

কর্মজীবন[সম্পাদনা]

রহমান দাবা বিশ্বকাপ ২০১৯ এর জন্য যোগ্যতা অর্জন করেন, যেখানে তিনি প্রথম রাউন্ডে দ্বিতীয় বাছাই অনিশ গিরির কাছে পরাজিত হন।

রহমানের বিশ্বকাপের সময় ইগর রাউসিসের কোচ হওয়ার কথা ছিল, কিন্তু রাউসিস স্ট্রাসবার্গ ওপেনে প্রতারণার শিকার হন এবং বাংলাদেশ দাবা ফেডারেশন রাউসিসের সাথে সম্পর্ক ছিন্ন করে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fahad, Shirin become IM, WIM"The Daily Star। ২৪ মার্চ ২০১৯। Fahad Rahman earned the title of International Master 
  2. "Mohammad Fahad, Rahman"FIDE। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১ 
  3. "Bangladesh chess coach Rausis accused of cheating"Dhaka Tribune। ২০১৯-০৭-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]