মোহাম্মদ নিজামউদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোহাম্মদ নিজামউদ্দিন (মৃত্যু ২০১৬) ছিলেন একজন ভারতীয় ট্রেড ইউনিয়নবাদী এবং রাজনীতিবিদ, যিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সদস্য।[১] মোহাম্মদ নিজামউদ্দিন ১৯৭১, ১৯৭৭, ১৯৮২ এবং ১৯৯১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার এন্টালি নির্বাচনী আসনে জয়ী হন।[১] তিনি সর্বভারতীয় বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। তিনি ২১ জুন ২০১৬ তারিখে ৮৩ বছর বয়সে কলকাতায় মারা যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952-1991। The Committee। পৃষ্ঠা 401। আইএসবিএন 9788176260282 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; pd নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি