মোহাম্মদ আওয়াদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ আওয়াদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ হুসাইন আওয়াদ মুসা
জন্ম (1992-07-06) ৬ জুলাই ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান ইসমাইলিয়া, মিশর
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইসমাইলি এসসি
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০১২ ইসমাইলি এসসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২– ইসমাইলি ৯৫ (০)
২০১৪–২০১৫আল-মাস্রি (ধার) ২২ (০)
জাতীয় দল
২০১১ মিশর অনূর্ধ্ব-২০ (০)
২০১৭– মিশর (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মোহাম্মদ আওয়াদ (আরবি: محمد عواد; জন্ম: ৬ জুলাই ১৯৯২) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে ইসমাইলি এসসি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[১]

ইসমাইলি এসসি[সম্পাদনা]

এক মৌসুম আল-মাস্রিতে ধারে খেলার পর, আওয়াদ পুনরায় ইসমাইলি এসসিতে যোগদান করেন। তিনি পুনরায় ইসমাইলি এসসিতে আসার পর, ২০১৫ সালের ২১শে অক্টোবর তারিখে, এল-এন্তাগ এল-হেরাবি এসসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন এবং তিনি উক্ত ম্যাচে ক্লিন শিট রাখতে সক্ষম হন। তিনি বর্তমানে ইসমাইলি এসসির হয়ে নিয়মিত খেলে থাকেন।

মিশর জাতীয় দল[সম্পাদনা]

২০১৭ সালের ১৪ই নভেম্বর তারিখে, তৎকালীন মিশর জাতীয় দলের কোচ অ্যাক্তর কুপারের মাধ্যমে দলে ডাক পান।

তথ্যসূত্র[সম্পাদনা]