মোলিজে
মোলিজে Molise Mulise (নেপোলিটানীয়) | |
---|---|
ইতালির প্রশাসনিক অঞ্চল | |
স্থানাঙ্ক: ৪১°৪১′৫৯″ উত্তর ১৪°৩৬′৪০″ পূর্ব / ৪১.৬৯৯৭° উত্তর ১৪.৬১১১° পূর্ব | |
দেশ / রাষ্ট্র | ইতালি |
রাজধানী | কাম্পোবাসসো |
সরকার | |
• দলপ্রধান | দোনাতো তোমা (FI) |
আয়তন | |
• মোট | ৪,৪৩৮ বর্গকিমি (১,৭১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (৩১-১২-২০১৭) | |
• মোট | ৩,০৮,৪৯৩ |
• জনঘনত্ব | ৭০/বর্গকিমি (১৮০/বর্গমাইল) |
বিশেষণ | মোলিজেবাসী ইতালীয়: Molisano মোলিজানো (পুরুষ) ইতালীয়: Molisana মোলিজানা (নারী) |
সময় অঞ্চল | CET (ইউটিসি+1) |
• গ্রীষ্মকালীন (দিসস) | CEST (ইউটিসি+2) |
ISO 3166 code | IT-67 |
GDP (nominal) | €6.1 billion (2017)[১] |
GDP per capita | €24,700 (2017)[২] |
HDI (2017) | 0.860[৩] very high · 15th of 21 |
NUTS Region | ITF |
ওয়েবসাইট | www.regione.molise.it |
মোলিজে (ইতালীয়: Molise; আ-ধ্ব-ব: [moˈliːze]) দক্ষিণ-মধ্য ইতালির একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল। অঞ্চলটির পশ্চিম অংশটি আপেন্নিন পর্বতমালার মধ্যে পড়েছে। বাকী অংশটি মূলত অনুচ্চ পাহাড়-পর্বত দিয়ে পূর্ণ। মধ্যযুগের শুরুর দিকে লোম্বার্দীয় শাসনামলে এটি বেনেভেন্তো নামক ডিউকরাজ্যের নিয়ন্ত্রণাধীন ছিল। ১৩শ শতকে এটিকে পর্যায়ক্রমে অঁজভাঁ, স্পেন ও বুর্বোঁ রাজবংশের শাসকেরা শাসন করে। ১৮৬০ সালে এটিকে আব্রুৎসি অঞ্চলের সাথে একত্র করে আব্রুৎসি এ মোলিজে অঞ্চলটি গঠন করা হয় এবং এই যৌথ অঞ্চলটিকে ইতালি রাজ্যের অঙ্গীভূত করে নেওয়া হয়। ১৯৬৫ সালে আবার এটিকে ভেঙে আব্রুৎসি ও মোলিজে নামের দুইটি পৃথক অঞ্চল গঠন করা হয়। ১৯৭০ সালে বিভাজনটি কার্যকর করার পরে মোলিজে ইতালির নবীনতম প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। মোলিজের ভৌগোলিক আয়তন ৪,৪৩৮ বর্গকিলোমিটার (১,৭১৪ মা২); এটি ইতালির ২য় ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল (ভাল্লে দাওস্তা-র পরে)। এখানে ৩ লক্ষের কিছু বেশি লোকের বাস। প্রশাসনিকভাবে অঞ্চলটি দুইটি প্রদেশে বিভক্ত; কাম্পোবাসসো এবং ইজেরনিয়া। মোলিজে ইতালির সবচেয়ে গ্রামীণ অঞ্চলগুলির একটি। এটিতে উল্লেখ করার মতো যথেষ্ট বড় একটিই শহর আছে, যা হল অঞ্চলটির রাজধানী কাম্পোবাসসো।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Eurostat - Tables, Graphs and Maps Interface (TGM) table"। Epp.eurostat.ec.europa.eu। ২০১১-০৮-১২। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৬।
- ↑ "Regional GDP per capita ranged from 31% to 626% of the EU average in 2017" (সংবাদ বিজ্ঞপ্তি)। ec.europa.eu। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab"। hdi.globaldatalab.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৩।