মোজাম্মেল হক (রাজনীতিবিদ)
মোজাম্মেল হক | |
---|---|
নাটোর-৪ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ১ম | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | একরামুল আলম |
উত্তরসূরী | আব্দুল কুদ্দুস |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ১২ জানুয়ারি ২০২৩ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
অধ্যাপক মোজাম্মেল হক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সাংসদ। তিনি ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]
মোজাম্মেল হক নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি এস. এস. সি পরীক্ষায় গুরুদাসপুর পাইলট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫টি লেটার ও স্টার মার্কসহ মানবিক শাখায় প্রথম বিভাগ পেয়ে রাজশাহী বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয়, মস্কো (সোভিয়েত ইউনিয়নের) থেকে এল.এলবি ( অনার্স) সম্পর্ণ করেন। পরবর্তীতে এল এল এম সম্পর্ন করেন। তিনি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ছিলেন। ১৯৮০-৮১ সালে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার, ঢাকায় সমন্বয়কারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮১-৮২ সাল পর্যন্ত তিনি দাতা সঙ্গস্থা সাউথ এশিয়া পার্টনারশীপ কানাডা,এ কাট্রি (ফিল্ড) ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। মোজাম্মেল হক সাহেব ১৯৮২-৮৭ সাল পর্যন্ত কানাডিয়ান দাতা সংস্থা সাউথ এশিয়া পার্টনারশীপ এ নির্বাহী পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক হিসাবে কাজ করেছেন ।১৯৮৭-৮৮ পর্যন্ত তিনি সাউথ এশিয়া পার্টনারশীপে
কোষাধ্যক্ষ এর পদে ছিলেন। ১৯৮৬-৮৭ পর্যন্ত এবং ১৯৮৮-৮৯ পর্যন্ত তিনি এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে ছিলেন। তিনি ব্রাক এর প্রতষ্ঠাতা ফজলে হাসান আবেদ সাহেবকে ভোট পরাজিত করে এডাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আইন বিভাগ গণ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]
মোজাম্মেল হক ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচনে অংশ নেন এবং প্রায় ৫ হাজার ভোটের ব্যাবধানে পরাজিত হন।[২][৩]
তিনি বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] তিনি ১,১১,৬২৬ ভোট পান ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস ৭৯ হাজার ৪৫০ ভোট পান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন।
তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে আওয়ামী লীগের মোঃ আবদুল কুদ্দুসের কাছে পরাজিত হন। তিনি ১,১৫,৪০৯ ভোট পান ও কুদ্দুস ১,৬০,৫৪৯ ভোট পান।
তিনি ২০১৪ সালের নির্বাচন বয়কট করেন এবং নাটোর-৪ আসন থেকে মোঃ আব্দুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে নাটোর-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প প্রার্থী ছিলেন। উক্ত নির্বাচনে তার পরিবর্তে গুরুদাসপুর উপজেলার চেয়ারম্যান আব্দুল আজিজ মনোনয়ন পান, যিনিও মোঃ আব্দুল কুদ্দুসের কাছে পরাজিত হন।
এলাকার উন্নয়নে মোজাম্মেল হক সাহেবের অবদান ঃ
প্রতিষ্ঠাতা, গুরুদাসপুর চক্ষু হাসপাতাল।
প্রতিষ্ঠাতা, খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজ ।
প্রতিষ্ঠাতা, আহম্মদপুর মোজাম্মেল হক হাই স্কুল ।
প্রতিষ্ঠাতা, কান্দাইল প্রাইমারী স্কুল।
প্রতিষ্ঠাতা, রশিদপুর হাইস্কুল।
প্রতিষ্ঠাতা, গুরুদাসপুর পাইলট হাই স্কুল হোষ্টেল।
প্রতিষ্ঠাতা, শহীদ শামসুজ্জোহা ডিগ্রী কলেজ হোস্টেল।
প্রতিষ্ঠাতা, ধারাবারিষা হাই স্কুল শিক্ষা ভবন।
প্রতিষ্ঠাতা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, গুরুদাসপুর।
প্রতিষ্ঠাতা, ছিন্নমূল (পতিতা) পুর্নবাসন কেন্দ্র, নাটোর।
প্রতিষ্ঠাতা, পলিয়ানপুর প্রাথমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠাতা, রোজী মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর।
প্রতিষ্ঠাতা, দীঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় শিক্ষা ভবন।
প্রতিষ্ঠাতা, নাড়ীবাড়ী মোজাম্মেল হক প্রাইমারী স্কুল।
প্রতিষ্ঠাতা, রয়না ভরট হাই স্কুল শিক্ষা ভবন।
প্রতিষ্ঠাতা, সোনাবাজু হাই স্কুল ভবন।
প্রতিষ্ঠাতা, চন্ডীপুর প্রাইমারী স্কুল।
মৃত্যু[সম্পাদনা]
মোজাম্মেল হক ২০২৩ সালের ১২ জানুয়ারি রাত ১০টার দিকে গুরুদাসপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[৪] তিনি স্ত্রী, তিন ছেলে রেখে যান।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "মোজাম্মেল হক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001Bangladesh Election Information and Statistics"। web.archive.org। ২০০৮-১২-২৯। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ প্রতিনিধি, নাটোর। "নাটোরে সাবেক এমপি মোজাম্মেল হকের মৃত্যু"। bdnews24। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।