বিষয়বস্তুতে চলুন

মোইসেস রামিরেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোইসেস রামিরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওয়েলিংতোন মোইসেস রামিরেস প্রেসিয়াদো
জন্ম (2000-09-09) ৯ সেপ্টেম্বর ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান গুয়াইয়াকিল, ইকুয়েডর
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্দিপেন্দিয়েন্তে
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৯, ৭ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওয়েলিংতোন মোইসেস রামিরেস প্রেসিয়াদো (স্পেনীয়: Moisés Ramírez; জন্ম: ৯ সেপ্টেম্বর ২০০০; মোইসেস রামিরেস নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইকুয়েডরীয় ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৭ সালে, রামিরেস ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ওয়েলিংতোন মোইসেস রামিরেস প্রেসিয়াদো ২০০০ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে ইকুয়েডরের গুয়াইয়াকিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

রামিরেস ইকুয়েডর অনূর্ধ্ব-১৭, ইকুয়েডর অনূর্ধ্ব-২০ এবং ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইকুয়েডরের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৩১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২১ সালের ৮ই অক্টোবর তারিখে, ২১ বছর ও ২৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী রামিরেস বলিভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইকুয়েডরের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইকুয়েডর ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইকুয়েডরের হয়ে অভিষেকের বছরে রামিরেস সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৭ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইকুয়েডর ২০২১
২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ecuador vs. Bolivia - 8 October 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "Ecuador - Bolivia 3:0 (WC Qualifiers South America 2020-2022, 11. Round)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "Ecuador - Bolivia, Oct 8, 2021 - World Cup qualification South America - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Ecuador vs. Bolivia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]