বিষয়বস্তুতে চলুন

মেনবা নিউওয়েল ফিলিপস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেনবা নিউওয়েল ফিলিপস

মেনবা নিউওয়েল ফিলিপস: ১ ফেব্রুয়ারি, ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন এবং ৮ নভেম্বর ২০০৪ সালে মৃত্যু বরণ করেন। তিনি একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং বিজ্ঞান শিক্ষাবিদ ছিলেন। তিনি জে রবার্ট ওপেনহাইমার অধীনে তার ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন। তার কর্মজীবন জুড়ে তিনি আমেরিকান পদার্থবিজ্ঞান শিক্ষক সমিতিতে (American Association of Physics Teachers) সক্রিয় ছিলেন।