মেডিকেল টেকনোলজিস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক্রোপিপেট সহ বেঞ্চে মেডিকেল টেকনোলজিস্ট ।

মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ[সম্পাদনা]

মেডিকেল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে রক্ত ও শরীরের বিভিন্ন ফ্লুয়িডের পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে থাকে। বাংলাদেশে ডিল্পোমা ইন অপারেশ এসিস্ট্যান্ট,ডিল্পোমা ইন ইনটেনসিভ কেয়ার এসিস্ট্যান্ট, ডিপ্লোমা রেডিওলজিস্ট ও ডেন্টিস্টরাও মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত। বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার জন্য ৪ বছরের ডিপ্লোমা[১] কোর্স অথবা ৪ বছরে বিএসসি ডিগ্রীধারী হতে হবে। বর্তমান চিকিৎসাসেবা যেহেতু আধুনিক ও পরীক্ষা নির্ভর তাই মেডিকেল টেকনোলস্টরা চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The State Medical Faculty of Bangladesh (SMF)"smfb.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১