চিকিৎসা প্রযুক্তিবিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরীক্ষাগারে মাইক্রোপিপেট নিয়ে কর্মরত চিকিৎসা প্রযুক্তিবিদ।

চিকিৎসা প্রযুক্তিবিদ বা ইংরেজি পরিভাষায় "মেডিকেল টেকনোলজিস্ট" (Medical Technologist) বলতে সেইসব স্বাস্থ্য পেশাজীবীদেরকে বোঝায় যারা বিভিন্ন চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে রোগ নির্ণয় করে থাকেন।

দেশভেদে[সম্পাদনা]

বাংলাদেশে চিকিৎসা প্রযুক্তিবিদ[সম্পাদনা]

চিকিৎসা প্রযুক্তিবিদ বা মেডিকেল মেডিকেল টেকনোলজিস্ট এর জন্য বাংলাদেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন, ‌১। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি

। বিএসসি ইন হেলথ টেকনোলজি

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি:-

কোর্স সমূহ- ল্যাবরেটরি মেডিসিন,

অপারেশন এসিস্ট্যান্ট, ইন্টেন্সিভ কেয়ার এসিস্ট্যান্ট, রেডিওলজি, ডেন্টাল টেকনোলজি, সবাই চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত। বাংলাদেশে চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে কাজ করার "ডিপ্লোমা"[১] ইন মেডিকেল টেকনোলজি অথবা বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্স সম্পূর্ণ করতে হয় । বর্তমানে সারা বিশ্বে স্বাস্থ্যসেবা আধুনিক ও পরীক্ষানির্ভর। তাই চিকিৎসা প্রযুক্তিবিদরা এই স্বাস্থ্যসেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The State Medical Faculty of Bangladesh (SMF)"smfb.edu.bd। ২০২২-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১