মেটবাহ লিংডোহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেটবাহ লিংডোহ হলেন মেঘালয়ের একজন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদ। তিনি ২০০৮, ২০১৩ এবং ২০১৮ সালে মেঘালয় বিধানসভা নির্বাচনে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে মাইরাং আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি মেঘালয় বিধানসভার বর্তমান স্পিকার। ডনকুপার রায়ের মৃত্যুর পর তিনি ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির সভাপতিও। তিনি ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কনরাড সাংমা মন্ত্রকের আবগারি নিবন্ধন ট্যাক্সেশন স্ট্যাম্প, স্বরাষ্ট্র (বেসামরিক প্রতিরক্ষা এবং হোম গার্ড), পর্যটন, জলসম্পদ মন্ত্রী।[১][২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Metbah Lyngdoh elected as Meghalaya assembly Speaker"। India Today। Press Trust of India। ১৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  2. Metbah Lyngdoh MDA consensus candidate for Speaker's post
  3. Metbah Lyngdoh elected president of United Democratic Party
  4. Myneta