মুহাম্মাদি বেগম
সাইয়িদ্য মুহাম্মাদি বেগম | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ২২ মে ১৮৭৮ শাহপুর, পাঞ্জাব ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২ নভেম্বর ১৯০৮ | (বয়স ৩০)
ধর্ম | ইসলাম |
দাম্পত্য সঙ্গী | সাইয়িদ মমতাজ আলী |
সন্তান | ইমতিয়াজ আলী তাজ |
আখ্যা | সুন্নি ইসলাম |
উল্লেখযোগ্য কাজ | তেহজীব-ই-নিসওয়ান |
আত্মীয় | নাইম তাহির (নাতি), ফারান তাহির (নাতির-সন্তান) |
মুহাম্মাদি বেগম (সাইয়িদ্য মুহাম্মাদি বেগম নামেও পরিচিত) (২২ মে ১৮৭৮ - ২ নভেম্বর ১৯০৮) একজন সুন্নি মুসলিম পণ্ডিত, উর্দু লেখিকা এবং নারী শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি ইসলামী সাপ্তাহিক পত্রিকা তেহজীব-ই-নিসওয়ানের সহ-প্রতিষ্ঠা এবং সম্পাদক ছিলেন। তিনি প্রথম মহিলা হিসাবে পরিচিত যিনি একটি উর্দু ম্যাগাজিন সম্পাদনা করেছিলেন। তিনি ছিলেন সাইয়িদ মমতাজ আলী দেওবন্দীর স্ত্রী।
জীবনী
[সম্পাদনা]মুহাম্মদি বেগম ১৮৭৮ সালের ২২ মে পাঞ্জাবের শাহপুরে জন্মগ্রহণ করেন[১] তিনি কুরআন মুখস্থ করেছিলেন এবং তার ভাইদের কাছে উর্দু ভাষা শিখতেন এবং ১৮৮৬ সালে তার বোনের বিবাহের পূর্বে তার বোনের সাথে যোগাযোগ রাখার জন্য চিঠি লিখতে শিখেছিলেন।[২]
১৮৯৭ সালে, তিনি সাইয়িদ মমতাজ আলী দেওবন্দীকে বিয়ে করেছিলেন, যিনি একজন ইসলামী পণ্ডিত এবং দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র ছিলেন। [৩][৪] ১৮৯৮ সালের ১ জুলাই এই দম্পতি তেহজীব-ই-নিসওয়ান নামে মহিলাদের জন্য একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন, যেটিকে ইসলামে নারীর অধিকার নিয়ে অন্যতম অগ্রণী কাজ হিসাবে বিবেচনা করা হয়।[৫] তিনি ১৯০৮ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সাময়িকীর সম্পাদনা করেছিলেন।[৬] মুহাম্মাদি বেগমকে প্রথম মহিলা হিসাবে দেখা গেছে যিনি কোনও উর্দু সাময়িকী সম্পাদনা করেছিলেন।
মুহাম্মাদি বেগম ৩০ বছর বয়সে ১৯০৮ সালের ২ নভেম্বর শিমলায় মৃত্যুবরণ করেন।[৪]
সাহিত্যিক কাজ
[সম্পাদনা]মুহাম্মাদি বেগমের বইগুলির মধ্যে রয়েছে:[১]
- আজ কাল
- সাফিয়া বেগম
- শরিফ বেটি
- চন্দন হর
- আদাব ই মুলাকাত
- রফিক আড়োস
- খানাডারী
- সুগার বেটি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ সারওয়াত আলী (১০ মে ২০২০)। "Stuff legends are made of"। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০।
- ↑ Sarkar, Sumit; Sarkar, Tanika (২০০৮)। Women and Social Reform in Modern India: A Reader (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩৬৩। আইএসবিএন 9780253352699। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০।
- ↑ নওয়াব হাসান কাসেমি। "মাওলানা সাইয়্যেদ মমতাজ আলী দেওবন্দী"। দারুল উলুম দেওবন্দ কা সাহাপাতি মাঞ্জারনামা (উর্দু ভাষায়)। ইদারা তেহরিকি ইসলামী, দেওবন্দ। পৃষ্ঠা ১৪৭–১৫১।
- ↑ ক খ রাউফ পারেখ (২ নভেম্বর ২০১৫)। "Muhammadi Begum and Tehzeeb-e-Niswan"। ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০।
- ↑ Moaddel, Mansoor (১৯৯৮)। "Religion and Women: Islamic Modernism versus Fundamentalism" (ইংরেজি ভাষায়): ১১৬। জেস্টোর 1388032। ডিওআই:10.2307/1388032।
- ↑ তাহির কামরান (৮ জুলাই ২০১৮)। "Re-imagining of Muslim Women - II"। thenews.com.pk (ইংরেজি ভাষায়)। দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০।