বিষয়বস্তুতে চলুন

মুহাম্মাদি বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইয়িদ্য

মুহাম্মাদি বেগম
ব্যক্তিগত তথ্য
জন্ম২২ মে ১৮৭৮
শাহপুর, পাঞ্জাব ব্রিটিশ ভারত
মৃত্যু২ নভেম্বর ১৯০৮(1908-11-02) (বয়স ৩০)
ধর্মইসলাম
দাম্পত্য সঙ্গীসাইয়িদ মমতাজ আলী
সন্তানইমতিয়াজ আলী তাজ
আখ্যাসুন্নি ইসলাম
উল্লেখযোগ্য কাজতেহজীব-ই-নিসওয়ান
আত্মীয়নাইম তাহির (নাতি), ফারান তাহির (নাতির-সন্তান)

মুহাম্মাদি বেগম (সাইয়িদ্য মুহাম্মাদি বেগম নামেও পরিচিত) (২২ মে ১৮৭৮ - ২ নভেম্বর ১৯০৮) একজন সুন্নি মুসলিম পণ্ডিত, উর্দু লেখিকা এবং নারী শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি ইসলামী সাপ্তাহিক পত্রিকা তেহজীব-ই-নিসওয়ানের সহ-প্রতিষ্ঠা এবং সম্পাদক ছিলেন। তিনি প্রথম মহিলা হিসাবে পরিচিত যিনি একটি উর্দু ম্যাগাজিন সম্পাদনা করেছিলেন। তিনি ছিলেন সাইয়িদ মমতাজ আলী দেওবন্দীর স্ত্রী।

জীবনী

[সম্পাদনা]

মুহাম্মদি বেগম ১৮৭৮ সালের ২২ মে পাঞ্জাবের শাহপুরে জন্মগ্রহণ করেন[] তিনি কুরআন মুখস্থ করেছিলেন এবং তার ভাইদের কাছে উর্দু ভাষা শিখতেন এবং ১৮৮৬ সালে তার বোনের বিবাহের পূর্বে তার বোনের সাথে যোগাযোগ রাখার জন্য চিঠি লিখতে শিখেছিলেন।[]

১৮৯৭ সালে, তিনি সাইয়িদ মমতাজ আলী দেওবন্দীকে বিয়ে করেছিলেন, যিনি একজন ইসলামী পণ্ডিত এবং দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র ছিলেন। [][] ১৮৯৮ সালের ১ জুলাই এই দম্পতি তেহজীব-ই-নিসওয়ান নামে মহিলাদের জন্য একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন, যেটিকে ইসলামে নারীর অধিকার নিয়ে অন্যতম অগ্রণী কাজ হিসাবে বিবেচনা করা হয়।[] তিনি ১৯০৮ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সাময়িকীর সম্পাদনা করেছিলেন।[] মুহাম্মাদি বেগমকে প্রথম মহিলা হিসাবে দেখা গেছে যিনি কোনও উর্দু সাময়িকী সম্পাদনা করেছিলেন।

মুহাম্মাদি বেগম ৩০ বছর বয়সে ১৯০৮ সালের ২ নভেম্বর শিমলায় মৃত্যুবরণ করেন।[]

সাহিত্যিক কাজ

[সম্পাদনা]

মুহাম্মাদি বেগমের বইগুলির মধ্যে রয়েছে:[]

  • আজ কাল
  • সাফিয়া বেগম
  • শরিফ বেটি
  • চন্দন হর
  • আদাব ই মুলাকাত
  • রফিক আড়োস
  • খানাডারী
  • সুগার বেটি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সারওয়াত আলী (১০ মে ২০২০)। "Stuff legends are made of"দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০ 
  2. Sarkar, Sumit; Sarkar, Tanika (২০০৮)। Women and Social Reform in Modern India: A Reader (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩৬৩। আইএসবিএন 9780253352699। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০ 
  3. নওয়াব হাসান কাসেমি। "মাওলানা সাইয়্যেদ মমতাজ আলী দেওবন্দী"। দারুল উলুম দেওবন্দ কা সাহাপাতি মাঞ্জারনামা (উর্দু ভাষায়)। ইদারা তেহরিকি ইসলামী, দেওবন্দ। পৃষ্ঠা ১৪৭–১৫১। 
  4. রাউফ পারেখ (২ নভেম্বর ২০১৫)। "Muhammadi Begum and Tehzeeb-e-Niswan"ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০ 
  5. Moaddel, Mansoor (১৯৯৮)। "Religion and Women: Islamic Modernism versus Fundamentalism" (ইংরেজি ভাষায়): ১১৬। জেস্টোর 1388032ডিওআই:10.2307/1388032 
  6. তাহির কামরান (৮ জুলাই ২০১৮)। "Re-imagining of Muslim Women - II"thenews.com.pk (ইংরেজি ভাষায়)। দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২০