বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ হাদি মারেফাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুহাম্মদ হাদি মারেফাত (১৯৩১ কারবালা - ২০০৭ কওম) ছিলেন একজন শিয়া পণ্ডিত, ধর্মগুরু, কুরআন অধ্যয়ন ও ব্যাখ্যার গবেষক এবং তমহিদ সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি। তিনি রিসালাহ মাইসিয়্যাহ -এর রচয়িতা শায়খ আবদুল আলী মাইসির বংশধর। তিনি সোসাইটি অফ সেমিনারি টিচার্স অফ কোম-এর সদস্য ছিলেন এবং তিনি আয়াতুল্লাহ উপাধি লাভ করেছিলেন। [] "আল-তমহিদ ফিল-উলুমুল-কুরআন ", " সিয়ানা আল-কুরআন মিনাত-তাহরিফ ", " আত-তাফসীর ওয়াল-মুফাসসিরুন ফী তাওবা আল-কাসিব'', "তাফসিরুল আতহারি'র মতো কুরআন অধ্যয়নের ক্ষেত্রে তার অনেক প্রভাবশালী অবদান ছিল। তাকে কওম শহরের ফাতিমা মাসুমেহ মাজারে দাফন করা হয়। []

শিক্ষা

[সম্পাদনা]

তিনি প্রথমে কারবালার ইসলামী মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে ইসলামিক আইনশাস্ত্র (ফিকাহ) এবং ইসলামী আইনশাস্ত্রের মূলনীতিগুলির উন্নত কোর্স সমাপ্ত করেন। তিনি আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির কোর্সে অধ্যয়নের জন্য নাজাফে যান; তারপরে তিনি কওম সেমিনারিতে ভর্তি হন। মারেফাত আয়াতুল্লাহ মির্জা হাশেম আমোলির কোর্সে অংশ নিয়েছিলেন এবং এরপরে আনুষ্ঠানিকভাবে কওম সেমিনারে শিক্ষকতা শুরু করেন।

অবদান

[সম্পাদনা]

মুহাম্মদ হাদি মারেফাতের ব্যাখ্যার (তাফসির) এবং কুরআন অধ্যয়নের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে। তার কয়েকটি অসামান্য রচনা হল:[]

  • সিয়ানা আল কুরআন মিনাত তাহরীফ
  • আত তামহীদ ফি উলুমুল কুরআন
  • তালখিসুত তামহীদ
  • কুরআন বিজ্ঞানের পরিচিতি (তাখলিসুত তামহীদের ইংরেজি অনুবাদ। অনুবাদ করেছেন সালিম রোসিয়ার, মনসুর লিম্বা। সংক্ষেপণ ও পরিমার্জন করেছেন মোহাম্মদ সাঈদ বাহামাপুর)
  • আততাফসীর ওয়াল মুফাসসিরুন ফী তাওবাতুল কাসিব (দুই খণ্ড)
  • তাফসির আল-আতহারী আল জামি '
  • শুবাবাহ ওয়া ওয়া রুদুদ হল আল কুরআন
  • শুবহাত ওয়া রুদুদ হাওলিল কুরআনিল কারিম
  • কুরআন অধ্যয়ন
  • কুরআনের ইতিহাস
  • কুরআন অধ্যয়ন উপর শিক্ষণ
  • তানসুখ আল আরওয়া
  • উইলিইয়াতুল ফকিহ; 'আব'আদুহা ওয়া হুদুদুহা
  • উইলাইয়াতুল ফকীহ (ইসলামী ফকীহদের মহত্ব)
  • সুশীল সমাজ
  • মালিকিয়্যাতুল আরদ্ব
  • তমহিদুল কাওয়াইদ
  • হাদীস লা-তা'আদ
  • হাদীস মান জাদা ফী সালাতেহ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "پایگاه اطلاع رسانی جامعه مدرسین حوزه علمیه قم - زندگینامه حضرت آیت الله محمد هادی معرفت(ره)"Jameehmodarresin.org। ২০১৫-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১১ 
  2. "Ayatollah Marefat Initiated a Quranic Research Movement in Islamic World" 
  3. "نمایه آثار علامه معرفت (ره) - مرکز اطلاعات و مدارک اسلامی"Islamicdoc.org। ২০১৬-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১১