মুহাম্মদ আব্দুর রশীদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ আব্দুর রশীদ
তৃতীয় উপাচার্য
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৫ এপ্রিল ২০২৩
পূর্বসূরীমুহাম্মদ আহসান উল্লাহ
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মুহাম্মদ আব্দুর রশীদ একজন বাংলাদেশী ইসলামী চিন্তাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

আব্দুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একই বিভাগ থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

মুহাম্মদ আব্দুর রশীদ ১৯৯৫ সালে আবুজর গিফারী কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০০৩ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ড মেম্বার, নীলক্ষেত হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি, ঢাবির কবি জসীম উদ্‌দীন হলের প্রভোস্ট ও ড. সিরাজুল হক গবেষণা কেন্দ্রের পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।[২] ২০২৩ সালের ৪ এপ্রিল তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[৩] এবং ৫ এপ্রিল অনুষ্ঠানিকভাবে পরবর্তী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবি অধ্যাপক আব্দুর রশীদ"দ্য ডেইলি ক্যাম্পাস। ৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  2. "ড. মুহাম্মদ আব্দুর রশীদের জীবনবৃত্তান্ত"ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  3. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আব্দুর রশীদ"ঢাকা পোস্ট। ৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩ 
  4. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আব্দুর রশীদ"সময় টিভি। ৫ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩