মুহাদ্দিস ও হাদিস সংকলকের তালিকা
অবয়ব
(মুহাদ্দিস ও হাদীস সংকলকের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
এটি উল্লেখযোগ্য মুহাদ্দিস ও হাদিস সংকলকগনের একটি তালিকা।
- মুহাম্মদ আল বুখারী (১৯৪-২৫৬ হিঃ)
- সহীহ বুখারী (হাদীস # কুতুব আল সিত্তাহর ৬টির মধ্যে ১টি ) মূলত সুন্নি দ্বারা ব্যবহৃত।
- মুহাম্মাদ ইবনে ইয়াকুবুল কুলায়নী (২৫০-৩২৯ হিঃ)
- কিতাব আল-কাফি ( চার বইয়ের হাদীস # ১/৪ ), মূলত শিয়া ইসলাম দ্বারা ব্যবহৃত।
- ইবনে হাজার আল আসকালানী (৭৭৩-৮৫২ হি)
- ফাতহুল বারী ( সহীহ বুখারীর ব্যাখ্যা), মূলত সুন্নিরা ব্যবহার করেন।
- মোহাম্মদ সালিহ আল-মাজনদারানী (মৃত্যু: ১০৮১ হিঃ)
- শারহ উসুল আল-কাফি (মূলত শিয়া ইসলাম দ্বারা ব্যবহৃত, কিতাব আল-কাফির প্রথম অংশ উসুল আল-কাফির ব্যাখ্যা)।
- মুহাম্মদ নাসিরুদ্দিন আল-আলবানী
- সিলসালাত আল হাদিস অ্যাড দা-ফিফা ( খণ্ড ১–১– )
- সিলসালাত আল-হাদীস আস-সহিহ (খণ্ড ১-১১)
উল্লেখযোগ্য হাদীস সংকলনগুলির সম্পূর্ণ তালিকার জন্য দেখুন: হাদীস সংগ্রহের তালিকা ।