মুস্তফা শুবাইর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুস্তফা শুবাইর
২০২১ সালে আল আহলির হয়ে শুবাইর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুস্তফা আহমদ আব্দুল আজিজ মুহাম্মদ শুবাইর
জন্ম (2000-03-17) ১৭ মার্চ ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান গিজা, মিশর
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ৩১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১১, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুস্তফা আহমদ আব্দুল আজিজ মুহাম্মদ শুবাইর (আরবি: مصطفي أحمد عبد العزيز محمد شوبير, ইংরেজি: Mostafa Shobeir; জন্ম: ১৭ মার্চ ২০০০; মুস্তফা শুবাইর নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১]

২০১৯ সালে, শুবাইর মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মিশরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুস্তফা আহমদ আব্দুল আজিজ মুহাম্মদ শুবাইর ২০০০ সালের ১৭ই মার্চ তারিখে মিশরের গিজায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

শুবাইর মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মিশরের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। মিশরের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Al Ahly Players" [আল আহলি খেলোয়াড়]। alahlyegypt.com (ইংরেজি ভাষায়)। কায়রো: আল আহলি স্পোর্টিং ক্লাব। ৫ অক্টোবর ২০২০। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]