বিষয়বস্তুতে চলুন

মুরাদ টাকলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Mehedi Abedin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৬, ৯ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মুরাদ টাকলা হল বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দযুগল[১] যা ২০১০-এর দশকের দিকে প্রচলিত হয়।[২] এটি এখন বাংলা ভাষার একটি আভিধানিক শব্দ।[৩]

ব্যবহার

মুরাদ টাকলা কোন নির্দিষ্ট ব্যক্তির চরিত্র বা কাউকে নির্দিষ্ট করে বুঝাতে ব্যবহার করা হয় না।[২] যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি অক্ষর দিয়ে ভুলভাবে বা বিকৃত বাংলা (বাংলিশ) লিখে তাদেরকে মুরাদ টাকলা বলে অভিহিত করা হয়।[৪]

ইতিহাস

আনুমানিক ২০১২ সালে ফেসবুকে একটি পোস্টের মন্তব্যের বাক্সে চলমান ঝগড়ার এক পর্যায়ে জয়ন্ত কুমার নামের জনৈক ব্যক্তি মন্তব্য করেছিলেন, ‘‘Murad takla jukti dia kata bal, falti pic dicos kan! Lakapora koira kata bal.’’ (‘‘মুরোদ থাকলে যুক্তি দিয়া কথা বল, ফালতু পিক দিছস কেন? লেখাপড়া কইরা কথা বল’’)।[৫] মন্তব্যটি হাস্যরসাত্মক হওয়ায় সেটি নিয়ে হাসাহাসি চলতে থাকে এবং ফেসবুকে মন্তব্যটির স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।[৪] এরপর থেকে জয়ন্তের মন্তব্যের "Murad Takla" (মুরোদ থাকলে) পরিবর্তিত হয়ে মুরাদ টাকলা হয়ে যায়। এই শব্দযুগল জনপ্রিয় হয়ে যায় এবং সেটি বিকৃত বাংলায় লেখা ব্যক্তির সমার্থক বাক্যাংশে পরিণত হয় ও লোকজন তাদেরকে মুরাদ টাকলা ডাকতে শুরু করে।[২]

ঘটনার পরে ২০১২ সালের ১৮ই নভেম্বর তারিখে[৬] "মুরাদ টাকলা" নামক একটি ফেসবুক পাতা তৈরি হয় যেখানে টাকলা ভাষায় (বিকৃত বাংলা) লেখা পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা শুরু হয় যেখানে পাতার ভক্তরা স্ক্রিনশটে লেখা টাকলা ভাষার পাঠোদ্ধার করতে হত। ধীরে ধীরে এই জাতীয় পাতার প্রচেষ্টায় বিকৃত বাংলার ব্যাপারে বাংলাদেশের নেটিজেনদের মাঝে সচেতনতা সৃষ্টি হয়।[৪]

অভিধান

টাকলা ভাষায় লেখা বাক্যের অর্থ বুঝার উদ্দেশ্যে ২০২০ সালে সিমু নাসের ও পীয়্যান মুগ্ধ নবী দুজনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে মুরাদ টাকলা অভিধান[৪]

টাকলা ভাষার উদাহরণ

  • Apnar sala kaman asa (আপনার ছেলে কেমন আছে)
  • Fon dilay bolak khabn (ফোন দিলেই ব্লক খাবেন)
  • বুকের বেতাটা কেও বুঋলো না সবাই বলে গেসটিকের বেতা (বুকের ব্যাথাটা কেউ বুঝল না সবাই বলে গ্যাস্টিকের ব্যাথা)
  • Breasty suru holo ke ga valo lakca Akta begar manus takla begtam (বৃষ্টি শুরু হলো, কী যে ভালো লাগছে! একটা ভেজার মতো মানুষ থাকলে ভিজতাম)

তথ্যসূত্র

  1. হাসান, মাহদি (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "The legend of 'Murad Takla': origin, examples and other issues" ['মুরাদ টাকলা'-এর কিংবদন্তি: উৎপত্তি, উদাহরণ এবং অন্যান্য বিষয়]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। 
  2. হোসেন, মারুফ (৭ ডিসেম্বর ২০২১)। "আসলে 'মুরাদ টাকলা' কে?"টিবিএসনিউজ 
  3. "প্রসঙ্গ \'মুরাদ টাকলা\'"কালের কণ্ঠ। ২৪ মে ২০১৪। 
  4. আজিজ সিয়াম, সামিউল (৮ ডিসেম্বর ২০২১)। "কীভাবে এল 'মুরাদ টাকলা'?"প্রথম আলো 
  5. হাসান, মাহদী (২৩ ফেব্রুয়ারি ২০১৭)। "কে এই 'মুরাদ টাকলা'?"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  6. "Murad Takla turns 6, still fighting strong"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৯ নভেম্বর ২০১৮। 

বহিঃসংযোগ