বিষয়বস্তুতে চলুন

মুন্তিনলুপা-পারানিয়াকে-লাস পিনিয়াস ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুন্তিনলুপা-পারানিয়াকে-লাস পিনিয়াস ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২০০৫; ১৯ বছর আগে (2005)
সদর দপ্তরমেট্রো ম্যানিলা, ফিলিপাইন
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিফিলিপাইন ম্যারি ক্যাথেরিন রিবিয়া

মুন্তিনলুপা-পারানিয়াকে-লাস পিনিয়াস ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Muntinlupa-Parañaque-Las Piñas Football Association; এছাড়াও সংক্ষেপে এমপিএলএফএ নামে পরিচিত) হচ্ছে ফিলিপাইনের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর ফিলিপাইনের মেট্রো ম্যানিলায় অবস্থিত।

এই সংস্থাটি মূলত মুন্তিনলুপা, পারানিয়াকে এবং লাস পিনিয়াসের সকল প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মুন্তিনলুপা-পারানিয়াকে-লাস পিনিয়াস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ম্যারি ক্যাথেরিন রিবিয়া